আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
১)"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি" এটা ঠিক নাকি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নী" এটা ঠিক শাইখ?
২)বিনা হিসেবে জান্নাত পাওয়ার জন্য কোনো দুআ কি হাদীসে আছে শাইখ?
নিচের দুআটা এক জায়গায় পেয়েছিলাম।এটা কি সঠিক?
اللهم أُدْخِلْنَا وَأَهْلَنَا الْجَنَّةَ الْفِرْدَوْسَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَاب
উচ্চারণ: 'আল্লাহুম্মা আদখিলনা ওয়া আহলানাল জান্নাতাল ফিরদাউসা বিগাইরি হিসাবিও ওয়া লা আজাবি। অর্থঃ হে আল্লাহ! তুমি আমাকে আর আমার পরিবারকে হিসাব ও আজাব ছাড়া জান্নাতুল ফিরদাউস দান কর।'