(০১)
ইসলামে বিভিন্ন দল হবে,হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ أَبُو عَمَّارٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " تَفَرَّقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ أَوِ اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً وَالنَّصَارَى مِثْلَ ذَلِكَ وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ فِرْقَةً "
আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামঃ বলেছেনঃ ইয়াহুদীরা একাত্তর অথবা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল এবং খৃষ্টানেরাও অনুরূপ দলে বিভক্ত হয়েছিল। আর আমার উন্মাত বিভক্ত হবে তিয়াত্তর দলে।
হাসান সহীহঃ তিরমিজি ২৬৪০ ইবনু মা-জাহ (৩৯৯১)
কিছু শিয়াদের আকিদা মারাত্বক পর্যায়ের।যেমন (১)বর্তমানে আমাদের সামনে যে কুরআনে কারীম রয়েছে,সেটা বিকৃত।
(২)হযরত আবু বকর উমর কাফির।
(৩) হযরত আযেশা রাযি এর ইফকের ঘটনা বাস্তব সম্মত।
এমন সব আকিদা গ্রহণ কারী অবশ্যই কাফির।
এতে সাথে কোনো রকম সম্পর্ক রক্ষা করা যাবে না।
শিয়া সংক্রান্ত জানুনঃ
খারেজী বলা হয় যারা সিফফিন যুদ্ধে আলী রাঃ এর দল ত্যাগ করে চলে গিয়েছিলেন।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,বাংলা ভাষায় লিখিত মুহতারাম মাওলানা হেমায়েত উদ্দিন সাহেব দাঃবাঃ এর লিখিত ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ বইটিতে খারেজী এবং শীয়া দের নিয়ে বিস্তারিত আলোচনা আছে।
অধ্যায়ন করতে পারেন।
(০২)
আমাদের পরিচয় মুসলিম।
তবে বাতিল কিছু আকীদা আমলের কারনে কেহ কেহ আহলে সুন্নাত ওয়াল জামায়াত তথা রাসুলুল্লাহ সাঃ ছাহাবায়ে কেরামদের দেখানো পথ মত আমল থেকে বের হয়ে গিয়েছে।
,
তাই সুন্নি আর আহলে সুন্নাত ওয়াল জামায়াত বলা হয়।
,
সুন্নি সম্পর্কে বিস্তারিত জানুনঃ
,
আহলে সুন্নাত ওয়াল জামায়াত সংক্রান্ত জানুনঃ
""হানাফী আর আহলে হাদীস""
ইসলামে যে উম্মাহর ঐক্যমতে চারটি মাযহাব রয়েছে,তার ভিত্তিতেই এগুলো বলা হয়।
তাদের সকলেই হক।
তারা সকলেই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত।
,
মাযহাব সংক্রান্ত জানুনঃ