প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ, উস্তায
১) বাটন ফোনের এলার্মের শব্দ কি জায়েজ? সব বাটন ফোনেই ত আর নাসিদ বা নেচারাল সাউন্ড এড করার সুযোগ থাকে না,করনীয় কি?
২) চার রাকাতের নামাজে তৃতীয় রাকাতে ভুলে বসে পড়লে , সালাত কিভাবে রিকভারি করব?
৩) কারো যদি মোবাইলে বিবাহ হয় , অর্থাৎ পাত্র এক দেশে পাত্রী অন্য দেশে । পাত্র এবং পাত্রী উভয়ের উকিল পাত্রীর বাড়িতে থেকে শুধুমাত্র পাত্র ভিন্ন দেশ থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়ানো হলে , তাহলে তো এই বিয়ে সহিহ হয় নি।
এমন অবস্থায় পাত্রী মেসেজের মাধ্যমে পাত্রকে জানিয়েছে যে তাদের বিবাহ হয় নি। এ কারনে পাত্র-পাত্রীর মধ্যে কোন যোগাযোগ হয়না। কিন্তু পাত্রের পরিবারের সদস্যরা মনে করছে তাদের ছেলের বিয়ে হয়ে গেছে , অবশ্য তারা ও জানে বিবাহ আবার পড়াতে হবে। পাত্রীকে যদি ও তারা বাড়িতে তুলেনি। ছেলে দেশে ফিরলে তখন তুলবে। তবুও তারা আশা করেন তাদের সুখে দুঃখে অসুস্থতায় পাত্রী খবর নিবে। বর্তমানে পাত্রের বড়ভাই ভীষণ অসুস্থ হসপিটালে ভর্তি , শরীরের অবস্থা একেবারেই খারাপ,কোন সময় না জানি কিছু একটা হয়ে যায় । এ অবস্থায় পাত্রের বড়ভাই এ কথা বলছেন যে, "তার ছোট ভাইয়ের বউ কেন তাকে একবার ফোন করে হলেও তার খবর নিল না? অথচ পাত্রীর ভাই বোন মা তাকে (পাত্রের ভাই) হসপিটালে দেখতে গিয়েছে । এক্ষেত্রে পাত্রীর করনীয় কি? তার কি কল দিয়ে খবর নেওয়া কর্তব্য?
৪) কারো মা যদি সন্তানের কাজে অসন্তুষ্ট হয়ে বদ দোয়া করে থাকেন। পরবর্তীতে সন্তানটি ভালো হয়ে যায়। মা ও বুঝতে পারেন এখন আমার সন্তানটি আগের মত নয়। এখন হেদায়েত প্রাপ্ত হয়েছে ।
সেক্ষেত্রে ঐ বদদোআ কি কার্যকর হয়েই যাবে?
কোন উপায় আছে কি ওই বদদোয়া ফিরিয়ে নেওয়ার?
৫) আমাদের নগদ দুই লাখ টাকা ছিল ,একজন বিশ্বস্ত লোকের কাছে ঐ টাকা গুলো দেওয়া হয়েছে । যার মোটরসাইকেলের ব্যবসা আছে এবং সাথে ফার্মেসী , স্কুল সহ আরো হালাল ব্যবসা আছে। চুক্তির শর্ত ছিল যে, "তিনি আমাদেরকে প্রতিমাসে তিন হাজার টাকা করে দিবেন।" আমাদের দুই লাখ টাকা তিনি কোন ব্যবসায় ব্যয় করবেন , তা বলেন নি। এ চুক্তিটি হালাল হবে?