আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
46 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
edited by
প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ, উস্তায
১) বাটন ফোনের এলার্মের শব্দ কি জায়েজ? সব বাটন ফোনেই ত আর নাসিদ বা নেচারাল সাউন্ড এড করার সুযোগ থাকে না,করনীয় কি?

২) চার রাকাতের নামাজে তৃতীয় রাকাতে ভুলে বসে পড়লে , সালাত কিভাবে রিকভারি করব?

৩) কারো যদি মোবাইলে বিবাহ হয় , অর্থাৎ পাত্র এক দেশে পাত্রী অন্য দেশে ।  পাত্র এবং পাত্রী উভয়ের উকিল পাত্রীর বাড়িতে থেকে শুধুমাত্র পাত্র ভিন্ন দেশ থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়ানো হলে , তাহলে তো এই বিয়ে সহিহ হয় নি।
এমন অবস্থায় পাত্রী মেসেজের মাধ্যমে পাত্রকে জানিয়েছে যে তাদের বিবাহ হয় নি। এ কারনে পাত্র-পাত্রীর মধ্যে কোন যোগাযোগ হয়না। কিন্তু পাত্রের পরিবারের সদস্যরা মনে করছে তাদের ছেলের বিয়ে হয়ে গেছে , অবশ্য তারা ও জানে বিবাহ আবার পড়াতে হবে। পাত্রীকে যদি ও তারা বাড়িতে তুলেনি। ছেলে দেশে ফিরলে তখন তুলবে। তবুও তারা আশা করেন তাদের সুখে দুঃখে অসুস্থতায় পাত্রী খবর নিবে। বর্তমানে পাত্রের বড়ভাই ভীষণ অসুস্থ হসপিটালে ভর্তি , শরীরের অবস্থা একেবারেই খারাপ,কোন সময় না জানি কিছু একটা হয়ে যায় ।  এ অবস্থায় পাত্রের বড়ভাই এ কথা বলছেন যে, "তার ছোট ভাইয়ের বউ কেন তাকে একবার ফোন করে হলেও তার খবর নিল না? অথচ পাত্রীর ভাই বোন মা তাকে  (পাত্রের ভাই) হসপিটালে দেখতে গিয়েছে । এক্ষেত্রে পাত্রীর করনীয় কি? তার কি কল দিয়ে খবর নেওয়া কর্তব্য?
৪) কারো  মা যদি সন্তানের কাজে অসন্তুষ্ট হয়ে  বদ দোয়া করে থাকেন। পরবর্তীতে  সন্তানটি ভালো হয়ে যায়।  মা ও বুঝতে পারেন এখন আমার সন্তানটি আগের মত নয়। এখন হেদায়েত প্রাপ্ত হয়েছে ।
সেক্ষেত্রে ঐ বদদোআ কি কার্যকর হয়েই যাবে?
কোন উপায় আছে কি ওই বদদোয়া ফিরিয়ে নেওয়ার?

৫) আমাদের নগদ দুই লাখ টাকা ছিল ,একজন বিশ্বস্ত লোকের  কাছে ঐ টাকা গুলো দেওয়া হয়েছে । যার  মোটরসাইকেলের ব্যবসা আছে এবং সাথে ফার্মেসী , স্কুল সহ আরো হালাল ব্যবসা আছে। চুক্তির শর্ত ছিল যে, "তিনি আমাদেরকে প্রতিমাসে তিন হাজার টাকা  করে  দিবেন।" আমাদের দুই লাখ টাকা তিনি কোন ব্যবসায় ব্যয় করবেন , তা বলেন নি।  এ চুক্তিটি হালাল হবে?

1 Answer

0 votes
by (750,000 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) 
কলিংবেল বা ডোরবেল বা রিংটোন সাধরণত উক্ত নিষিদ্ধতার আওতাধীন হবে না।
তবে যদি তাতে মিউজিক বা শ্রুতিকঠোর আওয়াজ থাকে তবে তা নিষিদ্ধতার আওতাধীন হয়ে হারাম হবে।
এ জন্য নিষিদ্ধতার ছায়া থেকে বাছতে সতর্কতামূলক এমন আওয়াজ সম্পন্ন বেল ক্রয় করাই প্রত্যেক মুসলমানের উচিৎ ও কর্তব্য, যাতে কোনোপ্রকার মিউজিক বা শ্রুতিকঠোর আওয়াজ কিংবা কোরআনের আয়াত হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1265

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু বর্তমানে বিকল্প ব্যবস্থা রয়েছে তাই বাটন ফোনের এলার্ম শব্দ জায়েয হবে না। 

(২) চার রাকাতের নামাজে তৃতীয় রাকাতে ভুলে বসে পড়লে, এবং তিন তাসবিহ পরিমাণ কালক্ষেপণ করলে সাহু সিজদা ওয়াজিব হবে। নতুবা সাহু সিজদা ওয়াজিব হবে না।  

(৩) তাদের উচিত উকিলের মাধ্যমে অতিসত্বর বিয়ের ব্যবস্থা করা। যেহেতু তাদের বিয়ে পাকাপোক্ত, তাই শুধুমাত্র পাত্রের বাবাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করা যাবে।

৪) বদ দু'আ! করার পর মাতাপিতার উচিত সন্তানের জন্য কল্যাণের দু'আ করা। বিনা কারণে বদ দু'আ কবুল হবে না।

৫) প্রশ্নের বিবরণমতে উক্ত পদ্ধতি সুদের অন্তর্ভুক্ত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
৫নং প্রশ্নের উত্তরটি:- এই চুক্তিতে কোন ধরনের পরিবর্তন আনলে সুদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বাঁচা যাবে? @ইমদাদুল হক  উস্তাদজি 
by (750,000 points)
মুদারাবা ভিত্তিতে যদি টাকা দেন। মুনাফার যা হবে, তার পার্সেন্টেজ উল্লেখ করে, নির্দিষ্ট অংকের কোনো টাকা নির্ধারণ না করে ব্যবসা করলে জায়েয হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 339 views
...