আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
257 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (59 points)
edited by

(১)যে রুকু সিজদাহ থেকে উঠে ইচ্ছা করে পিঠ সোজা করে না তার হুকুম কী?আর কেউ ভুলবশত আছরের কাযা নামাযে ৩য় রাকআতে সিজদাহ থেকে উঠে পিঠ সোজা না করে(ভুলবশত) এবং চতুর্থ রাকাতে ঠিকমত পিঠ সোজা করে তাহলে তার নামায হবে কী?


(২)রোযা থাকা অবস্থায় ইস্তেঞ্জা করার নিয়ম কী?বাম হাতের বুড়ো আঙ্গুলের পাশের আঙ্গুল দিয়ে গোপনাঙ্গের মাথা কচলানো যাবে কী?পানি কীভাবে ব্যবহার করতে হবে? 

 

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
নামাজের মধ্যে অন্যতম সুন্নাত হলো 
★রুকু অবস্থায় পিঠ সোজা রাখা। আর মাথা নিতম্বের সামান্তরাল রেখায় রাখা।

★রুকু এবং সিজদা থেকে উঠে সোজা হয়ে স্থির হওয়া।

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,
যে ব্যক্তি রুকু-সিজদায় পিঠ সোজা করে না, আল্লাহ্ তার স্বলাতের দিকে দৃষ্টিপাত করবেন না। (ত্ববরানী ছহীহ সনদে)
তিনি আরো বলেন,
أَتِمُّوا الرُّكُوعَ وَالسُّجُودَ
“তোমরা রুকু ও সিজদা পরিপূর্ণরূপে আদায় কর। (বুখারী ও মুসলিম)
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে সুন্নাতের খেলাফ হবে,তবে নামাজ হয়ে যাবে।
,
এভাবে দ্রুত নামাজ পড়লে ফুকাহায়ে কেরামগন বলেছেন যে উত্তম হলো সেই নামাজ আবার আদায় করা।
 , 
বিস্তারিত জানুনঃ
,
(০২)
রোযা অবস্থায় শুকনো আঙ্গুল গোপনাঙ্গের ভিতরে প্রবেশ করানো সমস্যাকর নয়।
ভেজা আঙ্গুল ভিতরে প্রবেশ করানো  জায়েজ নেই।
,
★সুতরাং শুধু প্রবেশদ্বারের মাথায়  মাথা কচলানো যাবে, তবে সতর্ক থাকতে হবে যে ভিতরে যেনো পানি প্রবেশ না করে।

আরো জানুনঃ 
,
★মলদ্বারের ভেতর ওষুধ বা পানি ইত্যাদি গেলে রোযা ভেঙ্গে যাবে।

আবদুল্লাহ ইবনে আববাস রাযি. থেকে বর্ণিত-

ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة والحجامة للصائم، فقال : إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.

শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয়। (ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; রদ্দুল মুহতার ২/৪০২)

ولو بالغ في الاستنجاء حتی بلغ موضع الحقنۃ فسد۔ (شامي ۳؍۳۶۹ زکریا)

সারমর্মঃ  যদি ইস্তেঞ্জার ক্ষেত্রে মুবালাগাহ করা হয়,এমনকি হাকনার স্থান পর্যন্ত পৌছে যায়,তাহলে রোযা ভেঙ্গে যাবে।   

বিস্তারিত জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 195 views
...