আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।সামি এটা কি আল্লাহর গুণবাচক নাম নাকি সামিউন? কারো নাম সামি হলে তাকে ডাকা যাবে?
২।অমুসলিম দেশে কি স্হায়ী ভাবে থাকা যাবে? মানে যেখানে মুসলিম কমিউনিটি থাকে?এজন হুজুরের লেকচার দেখেছি নাগরিকত্বের জন্য গেলে কুফরি হয় তাই জানার ছিল
৩।কোন মহিলা যদি স্বামীকে বলে তুমার সাথে থাকতে পারব না বা সংসার করতে পারব ন স্বামী যদি বলে থাকতে না পারলে চলে যাও বা চলে যাও তাহলে কি কোন সমস্যা হয় মানে নিয়ত ছাড়া বললে?
৪।কোন মহিলা যদি স্বামীকে বলে তুমার সাথে থাকা সম্ভব না আমাকে তালাক দাও স্বামী যদি বলে থাকতে না পারলে চলে যাও বা চলে যাও এসব নিয়ত ছাড়া বললে কি কোন তালাক হয়?