আসসালামু আলাইকুম। আমার পরিচিত এক বোনের প্রশ্ন এটা..
❝ আমার বড় ভাই যেখানে চাকরি করেন ঐ অফিসে মাগরিবের নামাজের সময় দেয় না। তাহলে কি আছর এর সময় মাগরিব এর নামাজ আদায় করতে পারবে??
তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারনে চাকরি ছাড়া ও সম্ভব না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত।
ভাইয়া নামাজ টা কাজা হোক তা চাচ্ছেন না। সেজন্য আগে পড়তে পারবেন? বা অন্য কোনো উপায় থাকলেও অনুগ্রহ করে জানাবেন।❞