আমার বিভিন্ন ব্যাংকে লোন ছিলো পর্যায়ক্রমে ২০ লক্ষ, ৮ লক্ষ, ৯ লক্ষ ( ব্যাংক লোনের এমাউন্ট সুদ ছাড়া মূল টাকার পরিমাণ উল্লেখ করেছি) আত্মীয়স্বজন থেকে ধার নেওয়া টাকা ৫ লক্ষ, ২ লক্ষ, এছাড়াও আরো প্রায় ৫০-৬০ হাজার ছোট খাটো ঋণ আছে বিভিন্ন জনের কাছে। সর্বমোট প্রায় ৪৪ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ আমার মাথার উপর ছিল।
ব্যাংক লোন পরিশোধ করতে গিয়ে ঘর বাড়ি জমি জমা সব ২৪ লক্ষ টাকা বিক্রি করে ২০ লক্ষ টাকা ঋণ পরিশোধ করেছি।
বাকি ৪ লাখ, আরো ২ জনের থেকে ৭ লক্ষ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করি। কিন্তু ঋণের বোঝা টানতে টানতে আবারো পথের ফকির হয়ে যাই। পরবর্তীতে ১.৫ লক্ষ টাকা নিয়ে ছোট একটা মুদি দোকান শুরু করি।
ব্যাংক লোনের কারণে মামলা খেয়ে আমার স্ত্রী সহ মোট চারজন জেল খাটছি। এখনো মামলা চলমান, জামিনে আছি। যেকোন মুহুর্তে আবার এরেস্ট হইতে পারি।
লোনের টাকা অল্প সল্প যখন যা পারছি দিছি। এমন করতে করতে দোকান প্রায় খালি হয়ে গেছে।
তারপর আবার স্থানীয় ক্ষুদ্র ঋণের অফিস থেকে দুই লাখ টাকা লোন নিছি, যেটা আমি চালাইতে পারিনা। সংসার, বাসা ভাড়া চালিয়ে ঠিক মত কিস্তি দিতে পারিনা। এই লোন এর টাকা এখন আমার শ্বশুরপক্ষ পরিশোধ করতেছে।
এই মুহূর্তে আমার দোকানের এডভ্যান্স এবং মাল সামান সহ আনুমানিক ২ লক্ষ টাকার মত আছে। এর মধ্যেও ক্ষুদ্র ঋণ নিতেছি, দিতেছি। মাসে প্রায় ১৮হাজার টাকা কিস্তি দিতে হয়। এইভাবে কোনরকম মা বাপ স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করতেছি।
এখন আমার ঋণ আছে ২৪ লক্ষ ৬০ হাজার (সুদ ছাড়া) যেগুলা পরিশোধের সামর্থ আমার নাই। আমার কোন জমি জমা ঘর বাড়ি কিচ্ছু নাই। এই মুহূর্তে আমার দোকানের সামান পাতি ও অ্যাডভান্স সহ আনুমানিক প্রায় ২ লক্ষ টাকার মতন আছে।
আমি কি যাকাত পাওয়ার উপযুক্ত?