আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার হায়েযের দিন হিসেবে আমি প্রায়ই কনফিউশান এ পড়ে যাই। কখনো ৭/৮/৯ দিনে ভালো হই কখনো ১০দিনের বেশিও হয়। নরমাল ব্লিডিং ৫/৬ দিনে বন্ধ হয়ে, ১ দিন বা তার কম সময় পর সাদার মতো দেখা যায় এরপর আবার অন্য বর্ণের স্রাবের মতো দেখা যায় কখনো আবার কখনো যায় না।
সাদা ব্যতীত অন্য বর্ণের স্রাব দেখা গিয়ে আবার বন্ধ হওয়ার দিন/সময় সবসময় একই থাকে না।
১. সেক্ষেত্রে কীভাবে হিসেব করবো হায়েযের নির্দিষ্ট দিন (১০ দিনের কম হলে)?
২. আলামত দেখে যদি মনে হয়, হায়েযের দিন ১০ এর বেশি হবে সেক্ষেত্রে কী অভ্যাসের দিন (৭/৮দিন) হিসেব করে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করা যাবে নাকি ১০দিন পূর্ণ হওয়ার পর পবিত্র হয়ে অভ্যাসের বাইরের দিনগুলোর নামাজ কাযা করতে হবে?
অফটপিক..
৩. আমার জানামতে মহিলাদের মেহেদী লাগানোর ক্ষেত্রে তেমন নিষেধাজ্ঞা নেই, পায়েও লাগানো যায়। এটা কী সঠিক?
পায়ে লাগালে কী গুনাহ হয় বা অসম্মান প্রদর্শন করা হয় নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শানে, যেহেতু উনি দাড়ি তে লাগাতেন?