ঘরে প্রবেশের দোয়া হলো একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল — এতে বরকত আসে এবং শয়তান ঘরে প্রবেশ করতে পারে না।
ঘরে প্রবেশের দোয়া:
اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللّٰهِ وَلَجْنَا، وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا، وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا
হে আল্লাহ! আমি আপনার নিকট প্রবেশের কল্যাণ ও নির্গমনের কল্যাণ প্রার্থনা করি। আল্লাহর নামে আমরা প্রবেশ করি, আল্লাহর নামেই আমরা বের হই, এবং আমাদের পালনকর্তার উপরই আমরা ভরসা করি।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
“যখন কেউ ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম (বিসমিল্লাহ) উচ্চারণ করে, তখন শয়তান বলে, ‘তোমাদের এখানে রাত কাটানোর জায়গা নেই।’”
(সহীহ মুসলিম, হাদীস: ২০১৮)
بِسْمِ اللّٰهِ وَلَجْنَا، وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا، وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا
আল্লাহর নামে আমরা প্রবেশ করি, আল্লাহর নামেই আমরা বের হই, এবং আমাদের পালনকর্তার উপরই আমরা ভরসা করি।
★ঘরে প্রবেশের সময় দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গে (প্রবেশের মুহূর্তে) এই দোয়া পড়তে হবে।
অর্থাৎ,দরজার সামনে দাঁড়িয়ে “বিসমিল্লাহ” বলে ঘরে প্রবেশ করুন,
তারপর ভিতরে ঢুকে উপরোক্ত পূর্ণ দোয়াটি পড়ুন।
(০২)
যাওয়ালের নামাজ সম্পর্কে বলা যায় যে, এই নামায সম্পর্কে মতবিরোধ রয়েছে,
তবে বিশুদ্ধ মত হল, হাদীসে যাওয়ালের যে নামাযের কথা বর্ণিত রয়েছে, সেটা দ্বারা যোহরের ফরযের পূর্বের চার রাকাত সুন্নাত নামাযের কথাই বিবৃত হয়েছে।
বিস্তারিত জানুনঃ
তবে নিষিদ্ধ সময়ে কোনো নামাজ পড়া যাবেনা।
,
নিষিদ্ধ সময় সংক্রান্ত বিস্তারিত জানুনঃ