১.আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ।কোন মানুষ যদি তালাকের ওয়াসওয়াসায় আক্রান্ত হয়।মনে মনে যদি বলে তালাক জাতীয় কিছু হয়ে থাকলে মাফ করে দিও অথবা এমন কিছু হলে মাফ করে দিও।মনে মনে এসব বলে কান্না করে মোনাজাত করলে কি কোন সমস্যা হয়?
২. এসব কথা মনে মনে না বলে এমনিতে মোনাজাতে বললেও কি কোন সমস্যা হয়?
৩. কোন ওয়াসওয়াসা আক্রান্ত মানুষ কি জানা অজানা সব গুণাহ মাফ করে দিও বলে তওবা করতে পারে?যদি তওবা করার সময় কোন এসব বলার দ্বারা কোন বৈবাহিক সমস্যা হবে কিনা বা মিথ্যা শিকারোক্তি হবে কিনা এমন ওয়াসওয়াসা আসে তাহলে কি কোন সমস্যা হয়?