আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
78 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। কিছুদিন পূর্বে আমি স্বপ্ন দেখি যে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন এরকম - " হে বৎস অল্প বয়সে বিবাহ করিবে, অল্প বয়সে বিবাহ করিলে তোমার একটি পুত্র সন্তান হইবে, পুত্রের বয়স একমাস কাল অতিবাহিত হওয়ার পর তোমার অভাব দূর হইবে।"

কথা হলো রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক আমার মনে নেই শুধু সফেদ সাদা রঙের জুব্বা বা পাঞ্জাবি পরিহিত এতটকুই স্মরণে আছে। আমি বিবাহিত ও দুই সন্তানের মা। এক ছেলে ও এক মেয়ে। আমার ২১ বছর বয়সে বিয়ে হয়। এখন এই স্বপ্নের মানে কি?

তারও বেশ অনেকদিন আগে এমন স্বপ্ন দেখি যে একটা জায়গা আছে সেখানে পবিত্র পানি আছে, সেখান থেকে পানি একটা কলসিতে রাখা, কলসির নিচে কাদা আর সেখানে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাঠি। আমি সেটা খাড়া করে রাখি এরপর কোন একজন শায়েখ আমাকে কাদা জায়গাটা পরিষ্কার করতে বললে আমি জায়গাটা পরিষ্কার করা শুরু করি, তখন মাঝে মনে হলো আমার নিয়ত ঠিক করা উচিত তাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা শুরু করি। আমার সাথে আমার স্বামীও ছিলেন এবং এরপর আমরা কিছু একটাকে কেন্দ্র করে ঘুরতে থাকি এবং উপরে নিচে যাওয়া আসা করতে থাকি ব্যাপারটা অনেকটা পাহাড়ে ওঠা নামার মত এবং তখন স্বপ্নেই আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। এটার মানে কি হতে পারে?

1 Answer

0 votes
by (737,820 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার নাম দ্বারা নাম রাখতে পারবে,তবে আমার কুনিয়ত দ্বারা কেউ যেন কুনিয়ত না রাখে,যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে,সে সত্যই আমাকে দেখবে,কেননা শয়তান আমার সুরত ধারণ করতে পারে না।যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলবে,সে যেন তার জায়গা জাহান্নামকে বানিয়ে নেয়।(সহীহ বোখারী-১১০)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7331

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সত্য। উনি স্বপ্নে যা কিছু বলবেন, সেটা অর্থবহ । 
আপনার ভবিষ্যত জীবনে উন্নতি হবে। আল্লাহ তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (5 points)
আমার করনীয় কি এখন? আসলে আমি মাঝেমধ্যে এমন স্বপ্ন দেখি যেগুলো হুবুহু বাস্তবে হতে দেখি। খুব সামান্য ব্যাপার থেকে শুরু করে সিরিয়াস বিষয়ও। উদাহারন স্বরূপ বলা যায় আমি কারেন্ট বিল কত আসলো স্বপ্নে দেখলাম, ওইদিনই কাগজ আসলো বিলের আর দেখলাম হুবুহু সেই পরিমান। আবার কি বাচ্চা হবে কিভাবে হবে এসবও যা সত্যি হতে দেখলাম।
by (737,820 points)
মা'শাআল্লাহ। এটা তো আপনার প্রতি আল্লাহর বিশেষ করুণা। আপনি বেশী বেশী আল্লাহর ইবাদত করবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...