আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।কোন মানুষ প্রশ্ন করার সময় গুলিয়ে ফেললে মানে কিছু কিছু বাদ পড়ে গেলে।পরে মনে আসলে সেটা এডিট করে যদি শুধু লেখে মানে এটা পুরোপুরি মিল না প্রশ্নটা এমন লেখে তাহলে কি কোন সমস্যা হয়।যদি বিশেষ করে তালাকের মাসআলা জানতে চাওয়ার সময়?
পরে এডিট করার সময় যদি ঠিক করতে চেয়ে একটু লেখে আবার কেটে দিয়ে ঠিক না করে শুধু পুরোপুরি মিল নেই এটা লেখলে কি কোন সমস্যা হয়?মানে প্রশ্নে যেটা লিখেছে এমন হলেও কিছু হয় কিনা এরকম জানার জন্য ঠিক না করে পরে গিয়ে পুরোপুরি মিল নেই এমন লেখলে বা এত পার্সেন্ট মিল এরকম লেখলে?