আসসালামু আলাইকুম, শাইখ
পিরিয়ডের পরের সময়গুলোতে এবং পিরিয়ড শুরুর ৫/৪ দিন আগে থেকে সাদা স্রাব হয় এবং উঠতে বসেই হালকা হালকা তরল বের হতে থাকে, আরকি যেকোন ভাবে চাপের হলেই। তো আমি সবসময়ই অজুর পরে কাপড়ের তুলার প্যাড পরে নিই সালাতের জন্য। ধরেন এখন অজু করে আসলাম তারপর প্যাড পরার সাথে সাথেই আবারও প্যাডের সাথে চাপ লেগে তরল টাইপ বের হল। তো আমি তো ওই প্যাডেই নামাজ পড়ে নিলাম। এখন প্রশ্ন হল (১) আমার নামজ তো হয়েছে?
(২)ধরুন আসরের নামাজ পড়লাম তারপর অজু রাখার চেষ্টা করলাম যে মাগরিবও পড়ব। এখন প্যাড পরা অবস্থায়ই মাঝের সময়গুলোতে ঘরের কাজকর্ম করলাম, তখন তো তরল নির্গত হবে। তাহলে (ক)মাগরিবের ওয়াক্ত হলে আবারো ওই অবস্থায়ই নামাজ পড়তে পারব তো?(খ)নাকি নতুন অজু করতে হবে? (গ) যদি অজু করতে হয় তাহলে লজ্জাস্থান পরিষ্কার করতে হবে? আবারো নতুন প্যাড পরতে হবে?এরকম করাই তো ঝামেলা অনেক।
(৩) তরল নির্গত হলে তো সবসময় কাপড়ের প্যাডে খুব সামান্যই লাগে এবং তা কিছুক্ষন বাহিরে খুলে রাখলে পরে তো বাতাস লেগে শুকিয়েও যায়, তাহলে সেই প্যাড কি পরবর্তী ওয়াক্তে নামাজের আগে পড়তে পারব?
(৪) প্যাড পরা অবস্থায় আবার যতবারই তরল নির্গত হোকনা কেন, বায়ু বের না হলে তো অজু ভাঙ্গবেনা তাইনা? বায়ুর জন্য অজু করতে হলে পুনরায় আমার লজ্জাস্থানও পরিষ্কার করতে হবে? নাকি কাপড়ের প্যাড প্যাডের স্থানেই থাকবে, আমি শুধু বায়ুর বের হওয়ার জন্য অজু করে আসলেই হবে??