ইদানীং ফেইসবুকে দেখি যে, প্রায় সব দুয়ার ক্ষেত্রেই এভাবে বলা হচ্ছে, আল্লাহ অমুক জিনিসটা আমাকে কল্যান আর আফিয়াতের সাথে মিলিয়ে দাও। অথবা যদি কল্যানের হয় তাহলেই দাও।
আমার প্রশ্ন আমরা সব চাওয়া যদি এভাবেই চাই, তাহলে তো আমার দুয়ায় কোনো কনফিডেন্স থাকলোনা উলটো যেকোনো কিছু চাইতে গেলেই ভয় কাজ করবে যে এটা চাইলাম যদি কল্যান এর না হয় কারণ কল্যান কথাটা উল্লেখ করিনি। নবি-রাসূলদের দুয়ায় দেখি তাদের যে জিনিস দরকার সেটা টু-দ্যা পয়েন্ট চেয়ে ফেলতেন।
তো দুয়ার ক্ষেত্রে এ বিষয়ে কুরআন হাদিসে কেমন দিকনির্দেশনা এসেছে জানালে ভালো হয়।