আসসালামু আলাইকুম,
শায়েখ আমাদের মসজিদের হুজুর সুরা ফাতেহা তেলাওয়াতের সময় "ইহ দ্বিনাস সিরাত্বল মুস্তাকিম" এর বদলে "দ্বিনাস সিরাত্বল মুস্তাকিম" উচ্চারণ করে থাকেন। এই বিষয়টা একাধিক বার খেয়াল করেছি। তাকে একবার এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান তিনি "ইহ দ্বিনাস সিরাত্বল মুস্তাকিম" ই উচ্চারণ করেছেন অথচ স্পষ্টত তিনি সেটা করেননি। এই ঘটনা প্রতিনিয়ত চলছে। এমতাবস্থায় আমাদের করণীয় কি?