ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কাশফ অর্থ খোলা।ইলহাম অর্থ অন্তরে কোনো কিছুর উদ্রেক হওয়া।যারা আল্লাহ ইবাদত করতে করতে নিজেকে পুরোপুরি আখেরাত মুখি করে নিতে পারে। যারা আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যেতে পারে। তাদের সামনে অনেককিছু খুলে যায়। অতীত বর্তমান ভবিষ্যত অনেক কিছু তাদের সামনে স্পষ্ট হয়ে যায়।
হযরত আবু-সাঈদ খুদরী রাযি থেকে বর্ণিত,
عن أبي سعيد الخدري، قال: قال رسول الله صلى الله عليه وسلم: اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله، ثم قرأ: {إن في ذلك لآيات للمتوسمين}.
هذا حديث غريب، إنما نعرفه من هذا الوجه.
وقد روي عن بعض أهل العلم في تفسير هذه الآية: {إن في ذلك لآيات للمتوسمين} قال: للمتفرسين
রাসূলুল্লাহ সাঃ বলেন,তোমরা মু'মিনের ফেরাসত থেকে বেঁচে থাকো। কেননা মু'মিন আল্লাহর নূর দ্বারা দেখে নিতে সক্ষম হয়।(তিরমিযি-৩১২৭)
যদি কেউ দাবী করে যে,সে স্বপ্নের মাধ্যমে কিছু রোগের চিকিৎসাবিদ্যা লাভ করেছে, এবং সেই চিকিৎসায় শিরিক বা কুফুর ইত্যাদি না থাকে, এবং উক্ত চিকিৎসার দ্বারা মানুষের ফায়দা হয়, তাহলে এমন চিকিৎসা গ্রহণ করা যেতে পারে।
এমন প্রকারের চিকিৎক যদি নিঃসন্তান দম্পত্তির চিকিৎসার জন্য তাবিজ দেন, এবং সেই সব তাবিজে কুফুর শিরিক মূলক কিছু না লিখেন, তাহলে ঐ তাবিজ গ্রহণ করা যেতে পারে। যদি সন্দেহ হয় যে, তাবিজে শিরিক লিখা হয়েছে কি না? তাহলে এমন প্রকারের তাবিজ থেকে বেঁচে থাকতে হবে।