আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
24 views
in পবিত্রতা (Purity) by (8 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
ওযু করার সময় খিলাল করার ক্ষেত্রে
১) যখন কব্জি ধৌত করবো প্রথমেই তখন কি হাত খিলাল করতে হবে নাকি কনুই পর্যন্ত যখন ধুই, যেকোনো একবার করলেই হবে? নাকি দুইবারই করতে হবে? আর
২) আমরা সুন্নাত অনুযায়ী ৩বার করি, হাত- পায়ের ও আঙুল খিলাল ও ৩বার করতে হবে? নাকি আঙ্গুল খিলাল একবার?

৩) পা ধৌত এর ক্ষেত্রে বাম হাতের কনিষ্ঠ আঙুল ব্যতীত খিলাল করা যাবে? পা এর আঙুল গুলো বাম হাতের কনিষ্ঠা আঙুল দিয়ে খিলাল করা কি সুন্নত নাকি আদব?

৪) মাথা মাসেহ এর ক্ষেত্রে মহিলাগণ ও কি পুরো মাথা মাসেহ করবেন, অগ্রভাগ থেকে পেছন পর্যন্ত? মাঝেমধ্যে হাতে চুল চলে আসে ভিজার কারণে যাদের চুল শুষ্ক।
৫) বসে অযু করা কি সুন্নত?


জাযাকাল্লাহু খায়রান

1 Answer

0 votes
by (717,540 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওযু করার সময় খিলাল করার ক্ষেত্রে যখন কব্জি ধৌত কর হবে তখন খিলাল করা মুস্তাহাব 
২)  হাত- পায়েরর মত ও আঙুল খিলাল  করাও মুস্তাহব। এক্ষেত্রে একবার করে নিলেই মুস্তাহাব আদায় হয়ে যাবে।
৩) পা ধৌত এর ক্ষেত্রে বাম হাতের কনিষ্ঠ আঙুল ব্যতীত খিলাল করা যাবে। পা এর আঙুল গুলো বাম হাতের কনিষ্ঠা আঙুল দিয়ে খিলাল করা মুস্তাহাব।

৪) মাথা মাসেহ এর ক্ষেত্রে মহিলাগণের জন্য সমস্ত মাথা মাসেহ করা মুস্তাহাব।


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 117):
’’ (و) تخليل (الأصابع) اليدين بالتشبيك والرجلين بخنصر يده اليسرى بادئا بخنصر رجله اليمنى، وهذا بعد دخول الماء خلالها، فلو منضمة فرض۔

(قوله: وتخليل الأصابع) هو سنة مؤكدة اتفاقا سراج، وما في الشرنبلالية من ذكر الخلاف إنما ذكره في تخليل اللحية كما قدمناه فافهم. قال في البحر: وقيده في السراج: أي التخليل بأن يكون بماء متقاطر في تخليل الأصابع ولم يقيده في تخليل اللحية. اهـ.

أقول: قد علمت من الحديث المار التقييد في تخليل اللحية بأخذ كف من ماء. وفي البحر ويقوم مقامه: أي تخليل الأصابع الإدخال في الماء ولو لم يكن جاريا. وفيه عن الظهيرية أن التخليل إنما يكون بعد التثليث لأنه سنة التثليث اهـ.
৫) বসে অযু করা সুন্নত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...