আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
ওযু করার সময় খিলাল করার ক্ষেত্রে
১) যখন কব্জি ধৌত করবো প্রথমেই তখন কি হাত খিলাল করতে হবে নাকি কনুই পর্যন্ত যখন ধুই, যেকোনো একবার করলেই হবে? নাকি দুইবারই করতে হবে? আর
২) আমরা সুন্নাত অনুযায়ী ৩বার করি, হাত- পায়ের ও আঙুল খিলাল ও ৩বার করতে হবে? নাকি আঙ্গুল খিলাল একবার?
৩) পা ধৌত এর ক্ষেত্রে বাম হাতের কনিষ্ঠ আঙুল ব্যতীত খিলাল করা যাবে? পা এর আঙুল গুলো বাম হাতের কনিষ্ঠা আঙুল দিয়ে খিলাল করা কি সুন্নত নাকি আদব?
৪) মাথা মাসেহ এর ক্ষেত্রে মহিলাগণ ও কি পুরো মাথা মাসেহ করবেন, অগ্রভাগ থেকে পেছন পর্যন্ত? মাঝেমধ্যে হাতে চুল চলে আসে ভিজার কারণে যাদের চুল শুষ্ক।
৫) বসে অযু করা কি সুন্নত?
জাযাকাল্লাহু খায়রান