আস্সালামু আলাইকুম,
আমার বিবাহের সময় দেনমোহর ধার্য করা হয় ৩ লাখ টাকা। আমি নগদ ১ লাখ ৭ হাজার টাকা স্বর্ণ বাবদ পরিশোধ করি এবং বাকি টাকা পরে দেবো বলে ওয়াদা করি।
বিবাহের পর আমি আমার স্ত্রীকে বাকি ১ লাখ ৯৩ হাজার টাকা দেনমোহর কি দুনিয়াবি কোনো সম্পদ (ক্যাশ টাকা বা স্বর্ণ) নেবে, নাকি আখিরাতের পুঁজি হয় এমন সম্পদ (ধর্মীয় কিতাবাদী+উমরাহ এর খরচ ) নেবে জিজ্ঞেস করি? সে বলে আপনি যেটা ভালো মনে করেন! তো আমি কোনো আলেমের সাথে পরামর্শ না করেই, নিজের নফসের তাড়নায় পড়ে তাকে বলি যে ১ লাখ ৯৩ হাজার টাকা পাবেন তো, আমি ১ লাখ পঞ্চাশ হাজার টাকা উমরাহ এর জন্যে জমাই আর বাকি ৪৩ হাজার টাকার ধর্মীয় কিতাবাদী দিয়ে আপনাকে একটা লাইব্রেরী করে দেই। উনি সম্মতি দেন( উল্লেখ্য, এ ব্যাপারে উনাদের বাড়ির কোনো মুরুব্বির সাথেও পরামর্শ করা হয় নি,আমরা দুজনেই এই সিদ্ধান্ত নেই )। পরে আমি আবু তাহের মিসবাহ হুজুরের সব বই কিনে দি তাকে (প্রায় ১১ হাজার টাকার )
আমার প্রশ্ন হচ্ছে, স্ত্রীর যদি আপত্তি না থাকে এভাবে (বই + উমরাহ এর খরচ দিয়ে ) মোহর আদায় কি সুন্নাহ সম্মত হবে কিনা? নাকি ক্যাশ টাকা দিয়েই মোহর আদায় করতো হবে? না হলে মোহর আদায় হবে না? জানাবেন দয়া করে। শুকরান, যাজাকাল্লাহ খায়রান।