হযরত আসসালামু আলাইকুম,
কাফেরকে কাফের মনে না করা কুফরি।
যেমন মুশরিক, প্রকাশ্য মুরতাদ ও নাস্তিকদের আমরা কাফের মনে করি।
আমার কিছু বন্ধু আছে নামাজ পড়ে, রোজা রাখে, আবার ইসলামী শাসন তাদের কাছে মোল্লাদের শাসন মনে হয় এর থেকে তারা গণতন্ত্র উওম মনে করে। আবার তারা নিজেদের মুসলিম দাবি করে। আবার অনেকে মাজারের পীর বাবাকে গায়েবের অধিকারী মনে করে আবার মসজিদে এসে আল্লাহর ইবাদত করে।
এই ধরনের ব্যক্তিদের কোনটা মনে করবো?
* তাদের কি মুসলিম মনে করবো?
* নাকি তাদের কাফের মনে করবো?
কাফের এবং মুশরিকদের কাফের হওয়ার বিষয়ে আমার সন্দেহ নেই। কিন্তু কোন ব্যক্তি কাফের সেটা তার সার্বিক জবানবন্দি ব্যতীত সিদ্ধান্ত নেওয়া বিপদজনক।
ইমান ও কুফরি মিশ্রিত ব্যক্তি আমাদের সমাজে অনেক আছে। আমি যদি তাদের অবস্থা আল্লাহর উপর ন্যস্ত করে দেই আমার কি কোনো গুণাহ হবে?
কারন এসব তাকফির করা আমার জন্য বিপদজনক