১।সকালে নামাজ পড়ে না ঘুমিয়ে পড়তে বলে স্বামী।ইংশা আল্লাহ কাল থেকে এমন বলার সময় মনে আসে পারবে কিনা নাকি আবার ঘুমিয়ে যাবে, নাকি মিথ্যা বলতেছে স্বামীকে এমন চিন্তা আসার কারণে না না বলে। পরের দিন সকালে যদি ঠিকি নামাজ পড়ে ঘুমিয়ে যায় সে তাহলে কি গুণাহ হবে ইনশাআল্লাহ বলে ঘুমিয়ে পড়ার কারণে মানে কথা না রাখার কারণ? এটা কোন ধরনের গুণাহ হবে?
২।পায়জামাতে হালকা সাদা স্রাব দেখার পর বুঝতে না পারলে মানে এটা এক দিরহাম কিনা মানে লম্বা মত।এটা হালকা পানি দিয়ে পরিষ্কার করে নামাজ পড়লে কি নামাজ হবে?
৩।সেজদাতে যাওয়ার সময় হিজাব উপরে উঠে হাত দেখা যায়।সাথে সাথে নামিয়ে দেওয়া হয় হয়ত ৩-৫ সেকেন্ড। এতে কি নামাজ ভেঙে যাবে?
৪।অলসতার কারণে রুকাইয়া ২ দিন বাদ গেলে আবার প্রথম থেকে শুরু করতে হবে?আর ২ দিন না করার কারণে কি গুণাহ হবে?
৫।গোসল ফরজ না কিন্তু কাপড়ে নাপাক লাগলে মোবাইলে কি কুরআন শরীফ পড়া যাবে?