আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
১) গর্ভাশয় থেকে সাদা স্রাব বের হয়ে যৌনাঙ্গ অল্প প্রবেশ করলেই কি অযু ভেঙ্গে যাবে নাকি যৌনাঙ্গ থেকে বের হলে ওযু ভেঙ্গে  যাবে? অনেক সময় দেখা যায় সাদাস্রাব ভেতরেই থেকে যায় কিন্তু ভেতরে আঙ্গুল দিতে আঙ্গুলে ভরবে এমন।
২) কার ও যদি সংশয় থাকে যে সাদারাব গর্ভাশয় থেকে বের হয়েছে কি না কিন্তু এটা যাস্ট সন্দেহ তারপর সে দেখতে যায় কোনো হাত দেওয়া ছাড়াই, কিন্তু তার মনে তখন ও সংশয় জাগে সে এটা ফ্যানের বাতাসে শুকিয়ে গেল কি না। এমতাবস্থায় ও নামাজ পরে নেয়, তাহলে কি তার নামাজ হবে?

৩) যৌনাঙ্গে অনেক সময় বালু কণার মতো সাদা দুই তিনটি থাকে বা ওভাবে বোঝাও না যায় খুবই ক্ষুদ্র, তাহলে কি ওযু ভেঙ্গে যাবে?

1 Answer

0 votes
by (713,640 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
লিকুরিয়া রোগ যা মহিলাদের জরায়ুতে হয়।
যার অর্থ হল জরায়ু থেকে সাদাস্রাব নির্গত হওয়া।
সাদাস্রাব নাপাক।যা নির্গত হলে অজু চলে যায়।কাপড়ের যে অংশে লাগবে সেটুকু ধৌত করতে হবে।তা নাজাসতে গলিজা।এক দিরহামের বেশী হলে নামায হবে না।

এই সাদাস্রাব নির্গত হওয়া দুই প্রকার।
(ক) সাদাস্রাব মাঝেমধ্যে নির্গত হয়।অর্থাৎ হঠাৎ জরায়ুতে চলে আসে। এমতাবস্থায় যদি হঠাৎ নামাযের মধ্যে বা নামাযের পূর্বে নির্গত হয়, তখন কাপড় পাল্টিয়ে লজ্জাস্থান ধৌত করা পূর্বক নতুন করে পবিত্রতা অর্জন করতে হবে।তারপর পূনরায় নামায পড়তে হবে।

(খ) যদি কোনো এক নামাযের পূর্ণ ওয়াক্ত ধারাবাহিক সাদাস্রাব নির্গত হতে থাকে।যেমন মাগরিবের নামাযের পূর্ণ ওয়াক্ত তথা ১ঘন্টা৩০মিনিট ধারাবাহিক সাদাস্রাব নির্গত হতে থাকে। তাহলে এমতাবস্থায় উনাকে মা'যুর গণ্য করে মা'যুরের হুকুম উনার উপর আরোপ করা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 50 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) গর্ভাশয় থেকে সাদা স্রাব বের হয়ে যৌনাঙ্গে অল্প প্রবেশ করলেই অযু ভেঙ্গে যাবে না। বরং যৌনাঙ্গ থেকে বের হলেই কেবল ওযু ভেঙ্গে নষ্ট হবে। সাদাস্রাব ভিতরে আটকে থাকলে অজুতে কোনো সমস্যা হবে না। 

দারুল উলূম দেওবন্দ মাদরাসার দারুল ইফতা কর্তৃক প্রকাশিত একটি ফাতাওয়ায় বলা হয় যে,
Fatwa: 1009-1032/N=10/1438
(۱-۳): شرمگاہ کے اندرونی حصہ میں جو معمولی رطوبت ہوتی ہے، وہ تو طبعی رطوبت ہوتی ہے، اور شرمگاہ کا ناپاک پانی یا لیکوریا کا مادہ جب تک باہرنہ آئے، وضو نہیں ٹوٹتا؛ اس لیے اگر آپ کی شرمگاہ کے اندرونی حصہ میں رطوبت رہتی ہے، شرمگاہ

(২) যদি কারও  সংশয় হয় যে, সাদাস্রাব গর্ভাশয় থেকে বের হয়েছে কি না? তাহলে এতেকরেও কোনো সমস্যা হবে না। 

(৩) যৌনাঙ্গে যদি বালু কণার মতো সাদা দুই তিনটি থাকে বা খুবই ক্ষুদ্র হওয়ার কারণে কিছুই বুঝা না যায়, তাহলে অযুতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...