ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ বলার পর উচিত হল, ঐ কাজটি করা। তবে কোনো কারণে করতে না পারলে গোনাহ হবে না।
(২) পায়জামাতে সাদাস্রাব লাগলে এবং তা এক দিরহাম থেকে বেশী হলে উক্ত অংশটুকুকে তিনবার ধৌত করতে হবে। নতুবা সেই অংশটুকু পবিত্র হবে না।
(৩) তিনবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ হাত খোলা থাকলে নামায হবে না।
(৪) অলসতার কারণে রুকইয়া ২ দিন বাদ গেলে আবার প্রথম থেকে শুরু করা উচিত তবে জরুরী নয় । এই ২ দিন না করার কারণে কোনো গোণাহ হবে না।
(৫) গোসল ফরজ নয় বরং এমনিতেই কাপড়ে নাপাক লাগলে মোবাইলে কুরআন শরীফ পড়া যাবে।