আসসালামু আলাইকুম, আমি কিছু স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি। আর এই টাইপের স্বপ্ন আমি বারবার দেখছি।
১ম স্বপ্ন:
আমি দেখি আমার বিয়ে হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে, আর ওই সময় আমার ঘুম কিছুটা পাতলা হয়ে যায় কিন্তু আবার ঘুমিয়ে পড়ি আর তখন আগের স্বপ্নটাই কন্টিনিউ হয় আর আমি দেখি আমার ডিভোর্স হচ্ছে আর সবায় সাদা কাপড় পড়েছে।
২য় স্বপ্ন:
ফযরের পর স্বপ্নটা দেখি।আমাদের গ্রামের পুরনো বাসায় (যেখানে আমরা আর থাকি না আর ওখানে আর কোন ঘর বাড়িও নায়, স্বপ্ন যা দেখেছি আমি যখন ছোট ছিলাম সেই অবস্থার বাড়ি) আমরা আছি তো চারদিকে একটু পর পর কিছু বিষধর সাপ দেখা যাচ্ছে, ওগুলো খুব সাবলিল ভাবে চলছে কিন্তু আমরা খুব সন্তপর্নে চলছি কেমন একটা গা ঝমঝম পরিবেশ। ওই বাসায় আমার বোন, বোন জামাই, তাদের একটা বাচ্চা, আমার মা আর আমাদের খালাতো বোন তার মেয়ে আছে,(কিন্তু বাস্তবে আমার ফ্যামিলিতে আমার বাবা মা, ভাই ভাবি, আর বোন বোন জামাই আর তাদের দুই মেয়ে।)। তারপর সবায় মিলে আমরা একটা কার গাড়ি আর সিনএনজি ভাড়া করি উদ্দেশ্য আমার বিয়ে ঠিক হয়ছে ওখানে যাওয়া মানে দেখতে যাওয়া, আমার দুলাভাই বলে সিএনজি ঠিক করতে হল গাড়ি পেলাম না আরেকটা। তো সেই বাড়িতে যাই তাদের বাড়িতে কোন ফার্নিচার নেয় একটু গরীব মনে হল, গিফট নিয়ে গেছি ওগুলো দিলাম, দেখলাম তবে ছেলে বাড়ি ছিল না।
৩য় স্বপ্ন
স্বপ্নটা স্পষ্ট মনে নেই তবে কিছু কিছু মনে আছে ওগুলোই বলব।
দেখলাম আমাদের বাসায় অনেক লোক আসছে, একটা বাচ্চাসহ ৬-৭ জন হবে, ওর হয়তো অন্য উদ্দেশ্যে আসছে কিন্তু আমাকে দেখতে চাচ্ছে, ওর মধ্যে একটা ছেলে আমাকে দেখার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু আমি যেহেতু পর্দা করি তাই নন মাহরামের সামনে যাচ্ছিলাম না,তারপর উনারা বাসা থেকে চলে যাওয়ার জন্য উঠে তখন আমি দরজার পিছে লুকিয়ে যায় যেন দেখা না যায় কিন্তু ছেলেটা দরজা সরিয়ে দিলে আমি ছেলে সহ বেশ কিছু নন মাহরামের সামনে চলে আসি, তখন আমার কান্না সাথে রাগ দুইটোই হয় আমার পর্দার খেলাফ হওয়ার জন্য।