আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
65 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
السلام عليكم ورحمة الله وبركاته

উস্তাজ, বান্দার হক্ব নষ্ট সম্পর্কে কয়েকটা প্রশ্ন ছিল।

১. অনেক সময় দেখা যায়, আমরা বিভিন্ন কোর্সে ভর্তি হই, কিন্তু দারসে উপস্থিত হই না। বা মিথ্যা অজুহাত দিই। এতে তো উস্তাজগণের হক্ব নষ্ট হয়। সেক্ষেত্রে মেয়েরা তাঁদের কাছে কীভাবে মাফ চাইবো? সরাসরি যোগাযোগ করাটা ফিতনা হবে, আবার একাধিক প্রতিষ্ঠানে একাধিক উস্তাজদের সাথে যোগাযোগ করাও মুশকিল। পেজেও মেসেজ করা যায়, কিন্তু তাতে কি গুনাহ প্রকাশ করা হবে না? আবার প্রত্যেক উস্তাজগণের কাছে কর্তৃপক্ষ আমার হয়ে মাফ চাইবে কি না আদৌ সেটাও প্রশ্ন। সব মিলিয়ে এ পরিস্থিতিতে কী করণীয়?

২. অন্যান্য বান্দাদের হক্ব নষ্টের ব্যাপারটা কী করা যায়? মানে প্রতারণা বা এরকম কিছু না। ছোটখাটো মিথ্যা, গীবত, হয়তো সাময়িক খারাপ আচরণ; এই ব্যাপারগুলোতে কী করণীয়?

৩. জীবনে তো আমাদের কম মানুষের সাথে পরিচয় হয় না। সবার কাছে মাফ চাওয়াও যায় না। আবার চাইলেও হয়তো তারা দায়সারা ভাবে বলবে মাফ করেছে। ব্যাপারটা সময়সাপেক্ষও। এর চাইতে টুকিটাকি হক্ব নষ্টের ব্যাপারে ফেসবুকে পোস্ট করে সাধারণ মাফ চাইলে কি হবে? আন্তরিক তাওবা করে যদি মাফ চাই? নাকি সবার কাছেই মাফ চাইতে হবে?

৪. যদি কারোর আর্থিক ক্ষতি হয়, হয়তো কলম বা এ জাতীয় ছোটখাটো জিনিস নিয়ে দিতে ভুলে গেছি বা এমন কিছু, এক্ষেত্রে তো সবসময় মনে থাকে না কার কি ঋণ আছে। সেক্ষেত্রে কি শুধু তাওবা ও আনুমানিক সদাকা করলে দায়মুক্তি হবে?

৫. যদি ফিতনার আশঙ্কা থাকে, মানে তার কাছে মাফ চাইলে সে জানতে চাইবে কী কারণে মাফ চাচ্ছি বা এমন কিছু, বা কথা বলার মতো অবস্থা নাই; সেক্ষেত্রে কি তাওবা, ইস্তিগফার, নিজের ও তার জন্য দুআ, সদাকা, এসব যথেষ্ট হবে? অনেককে বলতে শুনি, ফিতনার আশঙ্কা থাকলে মাফ না চাওয়াই উত্তম। অহংকার থেকে না অবশ্যই, উস্তাজ। ফিতনার আশঙ্কা থেকেই।

আপনারও অনেক দারসে আমি গাফিলতি করেছি নির্ঘাত। সম্ভব হলে এ কাজের জন্য আমাকে মাফ করে দিয়েন, উস্তাজ। আমি আসলেই লজ্জিত এবং দুঃখিত। সম্ভব হলে বাকি উস্তাজগণের সাথেও যদি আমার মতো শিক্ষার্থী যারা গাফিলতি করে অনুতপ্ত, তাদেরকে মাফ করার কথা আলোচনা করতেন তাহলে খুবই উপকৃত হতাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুন।

1 Answer

0 votes
by (705,360 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(ক)
আল্লাহ ইচ্ছা করলে যে কাউকে ক্ষমা করে দিতে পারেন।আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী।আল্লাহ তা'আলা কোনো নিয়মনীতি বা সাংবিধানিক ধারার পাবন্দী নয়।বরং সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা যে কোনো সময় যেকোনো ধরণের সিদ্ধান্ত নিতে পারেন।

কিন্তু আল্লাহ তা'আলা সাধারণত কিছু নিয়ম করে দিয়েছেন।এর অর্থ এ নয় যে এ নিয়মই সর্বশেষ সিদ্ধান্ত।বরং এ সাধারণ নিয়ের খেলাফ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ও অধিকার আল্লাহ তা'আলার রয়েছে।মোটকথাঃ আল্লাহ চাইলে যে কাউকে যেকোনো গোনাহ থেকে ক্ষমা করে দিতে পারেন।

গীবত করলে বান্দার হক্ব নষ্ট হয়।আর কেউ বান্দার হক্ব নষ্ট করলে আল্লাহ তা'আলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ না  উক্ত বান্দা ক্ষমা করে দিচ্ছে।
কিন্তু যদি হক্ব নষ্ট কারী  ঐ বান্দা পরবর্তীতে খালিছ নিয়তে তাওবাহ করে ফেলে।এবং আল্লাহর দয়া হয়ে যায়।তাহলে আল্লাহ তা'আলা সে বান্দা কে খুশী করে দিবেন যার হক্ব দুনিয়াতে নষ্ট হয়েছিলো।
এবং আল্লাহ তা'আলা উক্ত বান্দাকে সেই হক্ব নষ্টের গোনাহ থেকে ক্ষমা করে দিবেন।তখন আর সেই বান্দা আল্লাহ কাছে বিচার দায়ের করবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/641


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 224 views
...