আমার বয়স ২৮, আমি একজন মেয়ে। আমার বিয়ের কিছুদিন পর আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। আমি sihr (যাদু) দ্বারা আক্রান্ত হই যার ফলে বিচ্ছেদ ঘটে। আমার স্বামী আমাকে তালাক দেয়নি, কিন্তু সে পুরোপুরি বিয়ে অস্বীকার করে। দুই পক্ষের পরিবার উপস্থিত থেকে বিয়ে হয়েছিল, সাক্ষীও ছিল, কিন্তু কাবিন হয়নি। ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে হয়েছিল, কাবিন পরে করার পরিকল্পনা ছিল, কিন্তু তার আগেই স্বামী কোনো কারণ ছাড়াই আমাকে ছেড়ে চলে যায়। এরপর তারা বিয়ে অস্বীকার করে, তার পরিবারও অস্বীকার করে। আমি এবং আমার পরিবার যোগাযোগ করার চেষ্টা করলে তারা কোনোভাবে যোগাযোগ করে না, উল্টো মামলা করে রেখেছে যেন আমরা যোগাযোগ করতে না পারি।
এই অবস্থায় যেহেতু তালাক হয়নি, আমি আরেকটা বিয়ে করতে পারছি না। আর তারা যেহেতু বিয়ে অস্বীকার করছে, তাই তালাক নেওয়ারও কোনো উপায় নেই। আমি বিয়েও করতে চাই না, জীবনের বাকি সময় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবো এবং ইনশাআল্লাহ নিজেকে জিনা থেকে হেফাজত করবো।
এ রকম পরিস্থিতিতে আমার কি কোনো গুনাহ হবে এই ধরনের সিদ্ধান্ত নিলে? নাকি আমার তালাক নেওয়ার ব্যবস্থা যেকোনোভাবে করতে হবে এবং আরেকটি বিয়ে করে সংসার করতে হবে?