আসসালামু আলাইকুম,
কালকে সকাল বেলা আমার বাসার খাদেমা চলে যাবে। তো তার কিছু টাকা পাওনা। এ নিয়ে আমার স্বামী এবং আমরা কথা বলছিলাম। তো আমি তাকে বলছিলাম ম্যানেজারের কাছে ফোন দিতে কিন্তু সে দিতে অনিচ্ছুক।
পরে আমি বলি, " টাকা না দিলে সকালে আমি বাসা থেকে চইলা যামু " তারপর আর কি সে টাকা যেভাবে দেয় দেক। এখানে আমি বাসা থেকে একেবারে চলে যাওয়ার কথা বলিনি। কিংবা আমার এরকম কোন নিয়তও ছিল না। এটা জাস্ট রাগ করে বলা।
প্রতিউত্তরে সে বলে, " যা তুই বাসা থেকে চইলা যা "
এই এতোটুকুই কনভারসেশন। তারপর আমরা আবার নরমালি কথাবার্তা বলছি। এখানে কেউ কোনো নিয়ত করে কিছু বলিনি। নরমালি কথাবাত্রা বলছি।
এই কথার মাধ্যমে আমাদের বৈবাহিক সম্পর্কে কোন প্রভাব পড়বে কিনা?