কারো জ্বিন ঘটিত কোনো সমস্যা আছে কিনা কিভাবে বুঝা যাবে? আর জ্বিন কি টাকা চুরি করতে পারে?
আমার ছোট ভাই হিফজে পড়ে, তার একবার জ্বিনের
সমস্যা হয়েছিল, তখন বাসায় চুরি হতো, তখন ও
বলেছিল, জ্বিন ওকে দিয়ে টাকা চুরি করিয়েছে। রাক্বির মাধ্যমে ওর জ্বিনকে তাড়ানো হয়েছিল। এখন আবার টাকা চুরি হচ্ছে ঘর থেকে, তাহলে কি ওর আগের মতো জ্বিন ঘটিত কোনো সমস্যা হয়েছে।
উল্লেখ্য ঘর থেকে টাকা অন্য কেউ চুরি করার সম্ভাবনা খুবই কম। যদি ওর জ্বিনের সমস্যা থেকে থাকে কিভাবে বুঝতে পারব?