কারোর রাতে সপ্নদোষ হলো এবং ফজর এর নামাজ পড়তে হবে । তখন গোসল করলে পরিবারের সদস্যরা কী মনে করবে অর্থাৎ যদি বুঝে যায় এরকম একটা মনোভাব থাকে । কারণ স্বাভাবিকই কেউ যখন এই সময় গোসল করে না কিন্তু হঠাৎ সকালে গোসল করা দেখে প্রশ্ন করবে যে এই সময় গোসল করছে কেন । এখন সে হয়তো লজ্জার জন্য বলতেও পারবেনা যে সে ফরজ গোসল করেছে । এক্ষেত্রে কী সে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে?