ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রশ্নে উল্লেখিত আমলকে কুরআন হাদীস দ্বারা প্রমাণিত কোনো আমল বিবেচনা করা যাবে না। তাছাড়া জরুরী কিংবা নিশ্চিত দু'আ কবুলের আমল হিসেবেও বিবেচনা করা যাবে না। এটা এটা নেক আশা নিয়ে কেউ করতে চাইলে করতেও পারবে আবার নাও করতে পারবে।
(২) অমুসলিম কারও সাথে হারাম রিলেশন করলে সেটা মারাত্মক পর্যায়ের গোনাহ হবে। তবে এজন্য কেউ কাফির, মুশরিক হবে না।
(৩) যেহেতু গাছও আল্লাহর যিকির করে থাকে, তাই ওয়াশরুমে গাছ না রাখাই উচিত।
(৪) যেহেতু এই মান্নতটা স্বপ্নে করেছেন, তাই এটা মান্নত হিসেবে বিবেচিত হবে না এবং মান্নতকে পূর্ণ করাটাও জরুরী হবে না।