আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
edited by
১. আসসালামু আলাইকুম। এক হুজুরের ওয়াজে শুনলাম উনি বলছে এশার নামাজের পর ১০০ বার দুরুদ,৪৯৯ বার লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লাবিল্লাহ, এরপর ১ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম শেষে ১০০ বার দুরুদ পড়ে দুয়া করলে দুয়া কবুল হয়। এটা কি বিদাতি আমল?  এটা কি করা যাবে?

২. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
অমুসলিম কারও সাথে হারাম রিলেশন করলে সেটা কি কাফির, মুশরিক বা শিরক হয়ে যাবে?
[যদিও অমুসলিম দের সাথে বন্ধুত্বই বা বৈবাহিক সম্পর্ক জায়েজ নেই, তারপরেও কি এরকম টা হবে?]

৩. আসসালামু আলাইকুম,
ওয়াসরুমে গাছ রাখতে নেই কারণ গাছ ও যিকির করে।
কথাটা কতটুক সত্যি?

৪. Ami shopno dekhechi j kono ak mayer shontan buker dud pacche na khub kannakati korteche...tokhon ami shopne niyot kori j bacchata jodi dud pay tahole ami dui ta roja and 4 rakat nofol namaz porbo...akhn ki roja rakhte hobe and namaz porte hobe??

1 Answer

0 votes
ago by (670,170 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রশ্নে উল্লেখিত আমলকে কুরআন হাদীস দ্বারা প্রমাণিত কোনো আমল বিবেচনা করা যাবে না। তাছাড়া জরুরী কিংবা নিশ্চিত দু'আ কবুলের আমল হিসেবেও বিবেচনা করা যাবে না। এটা এটা নেক আশা নিয়ে কেউ করতে চাইলে করতেও পারবে আবার নাও করতে পারবে।

(২) অমুসলিম কারও সাথে হারাম রিলেশন করলে সেটা মারাত্মক পর্যায়ের গোনাহ হবে। তবে এজন্য কেউ কাফির, মুশরিক হবে না। 


(৩) যেহেতু গাছও আল্লাহর যিকির করে থাকে, তাই ওয়াশরুমে গাছ না রাখাই উচিত। 

(৪) যেহেতু এই মান্নতটা স্বপ্নে করেছেন, তাই এটা মান্নত হিসেবে বিবেচিত হবে না এবং মান্নতকে পূর্ণ করাটাও জরুরী হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...