১. আসসালামু আলাইকুম। এক হুজুরের ওয়াজে শুনলাম উনি বলছে এশার নামাজের পর ১০০ বার দুরুদ,৪৯৯ বার লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লাবিল্লাহ, এরপর ১ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম শেষে ১০০ বার দুরুদ পড়ে দুয়া করলে দুয়া কবুল হয়। এটা কি বিদাতি আমল? এটা কি করা যাবে?
২. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
অমুসলিম কারও সাথে হারাম রিলেশন করলে সেটা কি কাফির, মুশরিক বা শিরক হয়ে যাবে?
[যদিও অমুসলিম দের সাথে বন্ধুত্বই বা বৈবাহিক সম্পর্ক জায়েজ নেই, তারপরেও কি এরকম টা হবে?]
৩. আসসালামু আলাইকুম,
ওয়াসরুমে গাছ রাখতে নেই কারণ গাছ ও যিকির করে।
কথাটা কতটুক সত্যি?
৪. Ami shopno dekhechi j kono ak mayer shontan buker dud pacche na khub kannakati korteche...tokhon ami shopne niyot kori j bacchata jodi dud pay tahole ami dui ta roja and 4 rakat nofol namaz porbo...akhn ki roja rakhte hobe and namaz porte hobe??