আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
আমার কিছু প্রশ্ন:
১।প্রয়োজনে দাঁতে ফিলিম করানো জায়েজ আছে?
আমার সামনের উপরের দাঁত ক্ষয় হয়ে কালো হয়ে গেছে, দেখতে বাজে লাগে।অন্য দাঁতেও এমন ক্ষয় হয়ে গেছে।আমি কি এগুলো ফিলিম করতে পারবো? অজু গোসল হবে?
২।আমি একজন উস্তাযার কাছে পড়তাম,সেজন্য বাবার কাছ থেকে এক হাজার টাকা হাদিয়া নিয়েছিলাম।কিন্তু উস্তাযা ভীষণ অসুস্থ থাকায় ওই মাস আর পড়ায় নি।
এখন জানতে চাচ্ছিলাম এই এক হাজার টাকা কি আমি অন্য কোন কাজে ব্যবহার করতে পারবো?
ভালো কাজেই ব্যবহার করবো ইনশাআল্লাহ।
৩।আমি নিয়ত করেছিলাম আমি যদি কখনো নিজে ইনকাম করতে পারি তাহলে প্রথম মাসের বেতন আমি সদাকাহ করবো।এখন আলহামদুলিল্লাহ আমি কিছু টাকা ইনকাম করেছি।এখান থেকে কিছু টাকা ফিলিস্তিনের জন্য দিয়েছি।
প্রশ্ন হচ্ছে বাকি টাকা কি আমি কুরআন কেনার জন্য দিতে পারবো?
কুরআন সদাকাহ তো সদকাহে জারিয়া হবে। এজন্য আমি চাচ্ছিলাম বাকি টাকায় কুরআন সদাকাহ করতে।আমি কি করতে পারবো?
যদি না পারি তাহলে এ টাকা আমার কোন খাতে ব্যয় করা উচিত?