ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সূর্যোদয়ের সময় ফজরের নামায পড়া বিশুদ্ধ কি না? এ সম্পর্কে উলামায়ে কেরামদের মতবিরোধ রয়েছে।
ফজরের সালাত পড়া অবস্থায় যদি সূর্যোদয় হয়ে যায়, তাহলে হানাফি উলামায়ে কেরামদের মতে সেই নামায ফাসিদ হয়ে যাবে।এবং ইমাম শা'ফেয়ী রাহ এর মতে ফজরের সালাত ফাসিদ হবে না যেভাবে সূর্যাস্তের সময় আছরের নামায ফাসিদ হয় না।আছরের নামায যে ফাসিদ হয়না,এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/471
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূর্যোদয়ের অল্প কিছু সময় বাকী থাকলে তখন যথাসম্ভব সুন্নত ফরয পড়ে নেওয়ার চেষ্টা করাই উচিত। যদি অতি অল্প সময় বাকী থাকে, তাহলে শুধুমাত্র ফরয পড়ে নিতে হবে এবং সূর্যোদয়ের পর সুন্নত পড়ে নিতে হবে।