আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
ago in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামুয়ালাইকুম।

একটা মেয়ে সম্পর্কে প্রশ্ন করতে চাই। মেয়েটা ভীষণ অবাধ্য, উচ্ছৃঙ্খল, বেহায়া এবং সেই সাথে একজন ব্যাভিচারী নারী। পরিবারের মানুষ তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে। আদর দিয়ে, শাসন করে সব রকম চেষ্টাই করেছে। কিন্তু কারো কথায় মেয়েটি কর্ণ গোচর করে না। তাকে নিয়ে পরিবারে সবসময় অশান্তি, ঝগড়া লেগেই থাকে।
মেয়েটা এতোটাই কুলাঙ্গার যে, সে তার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মায়ের গায়ে হাত তুলে। বাবাকে মারতে যায়। (নায়ুজুবিল্লাহ) মেয়েটার বয়স ৩৩। আজ দুই যুগ ধরে মেয়েটা এমন অবাধ্য। বারবার বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক করে এবং তাদের বাড়িতে বিয়ের দাবিতে উঠে বসে। পরিবারের সম্মান নষ্ট করে।

এই মেয়ের অন্যান্য সহদরেরা ভীষণ ভালো। তারা ইসলাম মেনে চলতে চেষ্টা করে এবং দ্বীনের পথে মেহনতী। কিন্তু এই মেয়েকে নামাজের কথা বললেও সে বিরুদ্ধাচরণ করে এবং বলে যে বাবা মা না মরা পর্যন্ত সে আল্লাহর ইবাদত করবে না। বাবা মা তাকে শাসন করে, তার উল্টাপাল্টা কাজ মেনে নেয় না, সেজন্য সেই মেয়ের কাছে সবাই চক্ষুশূল।

মেয়েটা ইমুতে অশ্লীল কাজ করেছে। সে বারবার নিজে নিজে বিয়ে করে এবং প্রতারণার শিকার হয়। বাবা মা তাকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করলেও পারে না। তার অনেক উচ্চাকাঙ্ক্ষা_যা মিলানো সম্ভব হয় না।আধুনিক শিক্ষায় শিক্ষিত মেয়ে এখন আর বাড়িতে থাকতে চায় না। বাড়ি ছেড়ে বাইরে একা একা বাসা নিয়ে থাকে। তারপর বাইরে গিয়ে উল্টাপাল্টা কাজ করে বিপদে পড়ে আর তখন বাবা মায়ের কাছে সাহায্য চায়। বাবা মা নিরুপায় হয়ে, পারিবারিক সম্মান রক্ষার্থে তখন তাকে সাহায্য করে। পুলিশের কাছে অভিভাবকের পরিচয় দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর কিছুদিন হলে আবার সেই মেয়ে বাড়িতে অশান্তি করে বাইরে চলে যেতে চায়।

মেয়েটার বাবা মা বয়স্ক_হার্টের রোগ আছে। এই মেয়ের টেনশনে আরো খারাপ পরিস্থিতি হচ্ছে তাদের। এখন পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, মেয়েটা মা বাবাকে খুনের ধমকি দেয়। মারতে তেড়ে আসে। বাবা মাও রাগের মাথায় মারতে যায়। তৃতীয় পক্ষ তখন না আটকালে খুন হয়ে যাবে এমন অবস্থা।

এখন এই মেয়ের জন্য করণীয় কি? তার হেদায়েতের জন্য অনেক দোয়া করা হয়। তাকে বোঝানো হয়। কিন্তু লাভ হয় না। তার খারাপ কাজে বাঁধা দিলেই সে এমন করে। এখন আবার বাড়ি থেকে বের হয়ে যেতে চাচ্ছে। বাবা মা চেয়েছিল তাকে সংশোধন করে বিয়ে দিবে। কিন্তু মেয়ে এমন নিকৃষ্ট।

এখন ইসলামের দৃষ্টিতে এই বাবা মায়ের করণীয় কি?

1 Answer

0 votes
ago by (648,600 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাতাপিতার উচিত ছিল ছোটকাল থেকে দ্বীন শিখানো,যাইহোক এখন অনেক দেড়ী হয়ে গেছে। এখন মাতাপিতা আল্লাহর কাছে সন্তানের হেদায়েতের জন্য দু'আ করবে। এবং হেকমতের সাথে সময় সুযোগ দেখে দাওয়াত দিবে। 
আল্লাহ তা'আলা বলেন:
ﺍﺩْﻉُ ﺇِﻟِﻰ ﺳَﺒِﻴﻞِ ﺭَﺑِّﻚَ ﺑِﺎﻟْﺤِﻜْﻤَﺔِ ﻭَﺍﻟْﻤَﻮْﻋِﻈَﺔِ ﺍﻟْﺤَﺴَﻨَﺔِ ﻭَﺟَﺎﺩِﻟْﻬُﻢ ﺑِﺎﻟَّﺘِﻲ ﻫِﻲَ ﺃَﺣْﺴَﻦُ ( ﺍﻟﻨﺤﻞ : ١٢٥) 
আপনি আপনার প্রতিপালকের দিকে আহবান করুন হিকমত বা প্রজ্ঞা দ্বারা এবং সুন্দর ওয়াজ-উপদেশ দ্বারা এবং তাদের সাথে উৎকৃষ্টতর পদ্ধতিতে আলোচনা-বিতর্ক করুন। (সূরা নাহল: ১২৫)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাতাপিতা ও আত্মীয় স্বজন তাকে নেককার মানুষের সাথে উঠাবসা করার সুযোগ তৈরী করে দিবে। তাকে উমরাহ করিয়ে দেখতে পারেন।হয়তো আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দিয়ে দিতে পারেন। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...