আসসালামুয়ালাইকুম।
একটা মেয়ে সম্পর্কে প্রশ্ন করতে চাই। মেয়েটা ভীষণ অবাধ্য, উচ্ছৃঙ্খল, বেহায়া এবং সেই সাথে একজন ব্যাভিচারী নারী। পরিবারের মানুষ তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে। আদর দিয়ে, শাসন করে সব রকম চেষ্টাই করেছে। কিন্তু কারো কথায় মেয়েটি কর্ণ গোচর করে না। তাকে নিয়ে পরিবারে সবসময় অশান্তি, ঝগড়া লেগেই থাকে।
মেয়েটা এতোটাই কুলাঙ্গার যে, সে তার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মায়ের গায়ে হাত তুলে। বাবাকে মারতে যায়। (নায়ুজুবিল্লাহ) মেয়েটার বয়স ৩৩। আজ দুই যুগ ধরে মেয়েটা এমন অবাধ্য। বারবার বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক করে এবং তাদের বাড়িতে বিয়ের দাবিতে উঠে বসে। পরিবারের সম্মান নষ্ট করে।
এই মেয়ের অন্যান্য সহদরেরা ভীষণ ভালো। তারা ইসলাম মেনে চলতে চেষ্টা করে এবং দ্বীনের পথে মেহনতী। কিন্তু এই মেয়েকে নামাজের কথা বললেও সে বিরুদ্ধাচরণ করে এবং বলে যে বাবা মা না মরা পর্যন্ত সে আল্লাহর ইবাদত করবে না। বাবা মা তাকে শাসন করে, তার উল্টাপাল্টা কাজ মেনে নেয় না, সেজন্য সেই মেয়ের কাছে সবাই চক্ষুশূল।
মেয়েটা ইমুতে অশ্লীল কাজ করেছে। সে বারবার নিজে নিজে বিয়ে করে এবং প্রতারণার শিকার হয়। বাবা মা তাকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করলেও পারে না। তার অনেক উচ্চাকাঙ্ক্ষা_যা মিলানো সম্ভব হয় না।আধুনিক শিক্ষায় শিক্ষিত মেয়ে এখন আর বাড়িতে থাকতে চায় না। বাড়ি ছেড়ে বাইরে একা একা বাসা নিয়ে থাকে। তারপর বাইরে গিয়ে উল্টাপাল্টা কাজ করে বিপদে পড়ে আর তখন বাবা মায়ের কাছে সাহায্য চায়। বাবা মা নিরুপায় হয়ে, পারিবারিক সম্মান রক্ষার্থে তখন তাকে সাহায্য করে। পুলিশের কাছে অভিভাবকের পরিচয় দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর কিছুদিন হলে আবার সেই মেয়ে বাড়িতে অশান্তি করে বাইরে চলে যেতে চায়।
মেয়েটার বাবা মা বয়স্ক_হার্টের রোগ আছে। এই মেয়ের টেনশনে আরো খারাপ পরিস্থিতি হচ্ছে তাদের। এখন পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, মেয়েটা মা বাবাকে খুনের ধমকি দেয়। মারতে তেড়ে আসে। বাবা মাও রাগের মাথায় মারতে যায়। তৃতীয় পক্ষ তখন না আটকালে খুন হয়ে যাবে এমন অবস্থা।
এখন এই মেয়ের জন্য করণীয় কি? তার হেদায়েতের জন্য অনেক দোয়া করা হয়। তাকে বোঝানো হয়। কিন্তু লাভ হয় না। তার খারাপ কাজে বাঁধা দিলেই সে এমন করে। এখন আবার বাড়ি থেকে বের হয়ে যেতে চাচ্ছে। বাবা মা চেয়েছিল তাকে সংশোধন করে বিয়ে দিবে। কিন্তু মেয়ে এমন নিকৃষ্ট।
এখন ইসলামের দৃষ্টিতে এই বাবা মায়ের করণীয় কি?