ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ)
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী
তুমি দ্বীনদারীকে অগ্রাধিকার দাও।{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে(تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)}(সহীহ বুখারী-৪৮০২,সহীহ মুসলিম-১৪৬৬) বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/18
স্বামীর ইনকাম হারাম হলে স্ত্রীর করণীয় কি?
সম্মাণিত দ্বীনী বোন!
পাত্র সে তার বাবার ইনকাম সম্পর্কে তন্নতন্ন করে খুজ নিয়ে দেখবে যে,তার বাবার ইনকামে হারাম কিছু আছে কি না? তার বাবার ইনকামে যত পার্সেন্ট হারাম থাকবে সেই টাকা সদকাহ করা ওয়াজিব। যেহেতু পাত্র নামাজি ও হালাল হারাম মেন্টেইন করতে রাজী, তাই আপনি উক্ত পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।