আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
34 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)
আসসালামু আলাইকুম। আমি একজনকে বিয়ে করতে ইচ্ছুক তাকে আমার পছন্দ  তাকে ছাড়া আর কাওকে বিবাহ করতে চাই না। কিন্তু সমস্যা হলো তার বাবা একজন পুলিশ কর্মকর্তা তাই আমার মনে হয় তার বাবার সম্পদ এবং মায়ের গহনা হারাম-হালাল মিশ্রিত অর্থ দ্বারা করা।এক্ষেত্রে আমার কি তাকে বিয়ে করা গুনাহ হবে? আর তার মা যদি বিয়ের পর তার গহনা গুলো দেয় আমি তো নিষেধ করতে পারবো না তাহলে সে গহনা নেওয়া জায়েজ?আর আমি যাকে বিবাহ করবো সেই বা কি করে তার বাবার সম্পদ এর ভাগ নিবে এটি কি জায়েজ হবে?কেননা সে জানেই না যে তার বাবার সম্পদের কতটুকু হারাম আর করটুকু হালাল দ্বারা করেছে।এক্ষেত্রে আমাদের দুইজনের করণীয় কি? কীভাবে সব ম্যানেজ করে একে অপরকে বিবাহ করতে পারি?
বি:দ্র: যাকে বিবাহ করবো সে নামাজী এবং হালাল হারাম মানে সে ছেলে হিসেবে খুবই ভালো।

1 Answer

0 votes
by (648,600 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ) 
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী
তুমি দ্বীনদারীকে অগ্রাধিকার দাও।{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে(تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)}(সহীহ বুখারী-৪৮০২,সহীহ মুসলিম-১৪৬৬) বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/18

স্বামীর ইনকাম হারাম হলে স্ত্রীর করণীয় কি? 
সে সম্পর্কে জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/782

সম্মাণিত দ্বীনী বোন!
পাত্র সে তার বাবার ইনকাম সম্পর্কে তন্নতন্ন করে খুজ নিয়ে দেখবে যে,তার বাবার ইনকামে হারাম কিছু আছে কি না?  তার বাবার ইনকামে যত পার্সেন্ট হারাম থাকবে  সেই টাকা সদকাহ করা ওয়াজিব। যেহেতু পাত্র নামাজি ও হালাল হারাম মেন্টেইন করতে রাজী, তাই আপনি উক্ত পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...