যেসকল জিনিস ধোঁয়া যা না যেমন মোবাইল, ইলেকট্রনিক জিনিস সেসকল জিনিস তো পাক করার জন্য ভিজা কাপড় দিয়ে ৩ বার মুচতে হবে এটা জানি।
প্রশ্ন হলো যদি ৩ টিপু পেপার দিয়ে ৩ বার জিনিস টা মুচে দিই এভাবে পাক করলে পাক হবে। কারন টিসু পেপার দিয়ে মুচার পর তো আর নাপাক থাকেনা দৃশ্যমান ও কিছু দেখা যায় না