আসসালামু আলাইকুম
ডা. জাকির নায়েক এর একটা লেকচার এ শুনলাম যে, একটা ছেলে এবং একটা মেয়ে যদি একেঅপরের সাথে যেনার সম্পর্কে থাকে পরবর্তীতে তারা একেঅপরকে বিয়ে করে কিন্তু বিয়ের আগে যদি তারা আল্লাহর কাছে মাফ চেয়ে না নেয় তাহলে নাকি বিয়ে সহিহ হবে না।।বিয়ে গ্রহনযোগ্য হবে না।
প্রশ্ন ১।আমি আর আমার স্বামী বিয়ের আগে একেঅপরের সাথে হারাম সম্পর্কে ছিলাম।।আমাদের কয়েকবার শারিরীক সম্পর্কও হয়েছে। তারপর আমরা ২ জন গোপনে ২ জন সাক্ষীর উপস্থিতি তে ইজহাব কবুল এর মাধ্যমে বিয়ে করেছি। কোনো কাজী ছিল না।। বিয়ের পর আমরা আল্লাহর কাছে আমাদের যেনা করার জন্য মাফ চেয়েছি এখোনো চাচ্ছি।।বিয়ের আগে আল্লাহর কাছে মাফ চাইনি তাই আমাদের বিয়ে গ্রহনযোগ্য নয়?? আবার বিয়ে করতে হবে??
প্রশ্ন ২। একটা মেয়ে যদি বিয়ের আগে যেনার সম্পর্কে থাকে তারপর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়।। সেখানে বিয়েও হয়।।যার সাথে মেয়েটির বিয়ে হয়েছে তার পূর্বে কোনো যেনার সম্পর্ক ছিলো না আলহামদুলিল্লাহ।। কিন্তু মেয়েটির ছিলো।।মেয়েটি যে হারাম সম্পর্কে ছিলো যেনা করেছে তার জন্য বিয়ের আগে আল্লাহর কাছে মাফ চায়নি বিয়ের পর আল্লাহর কাছে মাফ চেয়েছে।।।এখন বিয়ের আগে আল্লাহর কাছে মাফ চায়নি তাই তার বিয়ে গ্রহনযোগ্য হবে না?