اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
আমার সাব মাশক শুরু হওয়ার ১৫ মিনিট পর যোহর ওয়াক্ত শুরু হয়, এখন আল্লাহ হাদিসে তো বলেছে ওয়াক্ত শুরুর সাথে সাথে নামাজ পড়তে, এখন আমার ক্লাস করাটাও গুরুত্বপূর্ণ, আর এটা রেকর্ডও থাকেনা। আবার নামাজও গুরুত্বপূর্ণ। এখন আমি কি ক্লাস শেষ করেই কি নামাজ পড়বো,? আমাদের এখানে আযান নিষিদ্ধ(ইতালিতে থাকি) তাই বুঝতে পারি না আযান কখন দেয়।
(নামাজের মোট সময় থাকে ৪ ঘন্টা ৪৬ মিনিট, ১ঘন্টা ক্লাসে শেষ হলে আরও ৩ ঘন্টা ৪৬/৩০ মিনিট থাকে যোহর সময়)