আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতাহু সম্মানিত উস্তাজ।
১ কোনো স্ত্রী যদি স্বামীর সাথে সবসময় ভালো ব্যাবহার করার চেষ্টা করে কি যদি কখোনো খারাপ ব্যাবহার হয়ে যায় তাহলে কি গুনাহ হবে?
স্বামীর পরিবারের সবাই স্ত্রীকে পর্দা করার কারনে আল্লহর বিধান মেনে চলার চেষ্টা করার কারনে অপছন্দ করে,স্ত্রীকে নিয়েই ঝামেলা অনেক ভাবে মানসিক আঘাত করা হয় স্বামীও অনেক সময় খারাপ ব্যাবহার করে, স্ত্রী কে নাকি তার কথায় উঠতে হবে বসতে হবে কিতু স্ত্রীর তো নিজের কিছু ইচ্ছা থাকতে পারে। স্ত্রী সব সময় স্বামীর আনুগত্য করার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। স্ত্রী প্রেগন্যান্ট তো প্রসব এর আগে সে বাপের বাড়ি যেতে চায় কিন্তু হাসব্যান্ড তাকে তার বাড়িতে রাখতে চায় কিন্তু তার বাড়িতে পর্দার তেমন পরিবেশ ই নেই হুটহাট পুরুষ ঢুকে পড়ে রাস্তা থেকে দেখা যায় কলে দেখা যায় বাড়ির গেট থাকে খোলা মানে খোলামেলা পরিবেশ কিন্তুু স্ত্রীর বাবার বাড়ি এর থেকে অনেকটা ভালো পর্দা করা যাবে, ইনশাআল্লাহ। আর স্ত্রী জানে যে শশুর বাড়ি থাকলেই তাকে নিয়ে নানান কিছু হবে,অনেক বেশি কথা শোনা লাগবে আর পর্দা রক্ষা করতে পারবে না। স্বামী নাকি স্ত্রীকে ফোন দিবেনা বাবার বাড়ি গেলে,স্ত্রীর আর বাচ্চার কোনো কিছু হলে নাকি কেস করবে আরো হুমকি দেয়।মানসিক ভাবে কষ্ট হয়।
২.এখন স্বামীর বিনা অনুমতিতে বাবার বাড়ি যেতে পারবে কি? (স্ত্রী স্বামীর সাথে বরিশালে থাক)
মন থেকে রাজি না হয়তো কিন্তু তার কথায় তার বাড়িতে না গিয়ে স্ত্রীর বাবার বাড়ি গেলে স্ত্রীর মাকে বুঝিয়ে দিতে হবে যদি স্ত্রীর বা তার সন্তানের কোনো ক্ষতি হয়।
এই স্ত্রীর করনীয় কি?