আমি অনলাইন ব্যাবসা করি ,তো অনলাইনে ভিডিও বানিয়ে সেটা দিয়ে মার্কেটিং করতে হয় । আমার প্রোডাক্ট হচ্ছে চা আর কাস্টমার হচ্ছে মেয়ে । সেইক্ষেত্রে ভিডিওতে যদি চা বানানো দেখানো হয় ,শরির অথবা মুখ না দেখিয়ে শুধু মেয়ে মানুষের ভয়েস ব্যাবহার করা হয় তাহলে কি সেটা পাপ হবে ? মানে ব্যাকগ্রাউন্ডে যদি নারী কন্ঠ ব্যাবহার হয় তাহলে কি আমার গুনাহ অথবা ইনকাম হারাম হবে ?