আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
28 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)
আসসালামু আলাইকুম। আমি ২ বছর আগে একটা ছেলের সাথে সম্পর্কে ছিলাম। আমি তাকে মন থেকে ভালোবাসি। ইচ্ছা আছে অ্যাডমিশন শেষ করার পর বিয়ে করব। আমি বর্তমানে এইচএসসি ২৫ ব্যাচ। আমরা ক্লাসমেট। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। সম্পর্ক গভীরে গিয়ে অনেক কিছু করেছি, সেক্স করিনি, কিন্তু হাগ করেছি, কিস করেছি – এইগুলো হয়েছে। একসময় আমি বুঝতে পারলাম আমি এইগুলো ভুল করছি। আল্লাহ আমার মাঝে হেদায়েত দিচ্ছেন। এজন্যই হয়তো বুঝতে পারছি। ওই সময় সিদ্ধান্ত নিলাম, আমি হারাম সম্পর্ক বাদ দিব। কোনো কথা বলব না, দেখা করব না, পিক দেব না – কোনো কিছুই করব না। শুধু মনে মনে গোপনে ভালোবাসতে থাকব। আমি যে তাকে ভালোবাসি এটা নিজের কাছে রাখব। আমরা দুইজন মনের ভিতরে রাখব। যখন আমাদের অ্যাডমিশন শেষ হবে তখন বিয়ে করব ইনশাআল্লাহ। এখন আমি আল্লাহর কাছে চাই যে আমি যেন কোনোভাবে গোনাহে না জড়াই। আমি আল্লাহকে খুশি করার জন্য হারাম সম্পর্ক ছেড়ে দিচ্ছি। আমি আমার আবেগের বয়সে শয়তানের ধোঁকায় পড়ে এইগুলো করে ফেলেছি। তার জন্য আল্লাহর কাছে মাফ চেয়েছি। আমি এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে ওই ছেলের সাথে পবিত্র হালাল বন্ধনে আবদ্ধ করেন। তার মাঝে আমার কল্যাণ দান করুন। আল্লাহ যেন সম্মানের সাথে দুইটা পরিবারকে খুশি করে আমাদের বিয়ে করান। আমি চাই না আমাকে দ্বিতীয় কেউ স্পর্শ করুক। আমি নিজের কাছে লজ্জিত। এখন আমি কি তার মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য, তার সম্মান বৃদ্ধির জন্য, ভালো রেজাল্ট করার জন্য ও তাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য দোয়া করতে পারি? আমার স্বপ্ন যেমন ছেলে বিয়ে করা – সেই জিনিসগুলো যেন আল্লাহ তার মাঝে দান করেন – এইভাবে কি দোয়া করা যাবে? এটা কি জায়েয আছে? ।

1 Answer

0 votes
by (612,210 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

কুরআনে কারীমে ইরশাদ হয়েছে,
إِنَّ السَّمْعَ وَالبَصَرَ وَالفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا.
...নিশ্চয় কান, চোখ, হৃদয় এর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাঈল (১৭) : ৩৬

হাদীস শরীফে এসেছেঃ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত।

فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ، وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ، وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ، وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ، وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا، وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى، وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ

রাসূল সাঃ ইরশাদ করেন, চোখের জিনা হল [হারাম] দৃষ্টিপাত। কর্ণদ্বয়ের জিনা হল, [গায়রে মাহরামের যৌন উদ্দীপক] কথাবার্তা মনযোগ দিয়ে শোনা। জিহবার জিনা হল, [গায়রে মাহরামের সাথে সুড়সুড়িমূলক] কথোপকথন। হাতের জিনা হল, [গায়রে মাহরামকে] ধরা বা স্পর্শকরণ। পায়ের জিনা হল, [খারাপ উদ্দেশ্যে] চলা। অন্তর চায় এবং কামনা করে আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয় [যদি জিনা করে] এবং মিথ্যা পরিণত করে [যদি অন্তরের চাওয়া অনুপাতে জিনা না করে]। {সহীহ মুসলিম, হাদীস নং-২৬৫৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-৮৯৩২}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরণ মতে তার সাথে বিবাহের আগে তার জন্য কোনো প্রকারের দোয়া করা,তাকে নিয়ে চিন্তা করা,তাকে নিয়ে ভাবা কোনোটিই জায়েজ নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...