আসসালামু আলাইকুম। আমি ২ বছর আগে একটা ছেলের সাথে সম্পর্কে ছিলাম। আমি তাকে মন থেকে ভালোবাসি। ইচ্ছা আছে অ্যাডমিশন শেষ করার পর বিয়ে করব। আমি বর্তমানে এইচএসসি ২৫ ব্যাচ। আমরা ক্লাসমেট। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। সম্পর্ক গভীরে গিয়ে অনেক কিছু করেছি, সেক্স করিনি, কিন্তু হাগ করেছি, কিস করেছি – এইগুলো হয়েছে। একসময় আমি বুঝতে পারলাম আমি এইগুলো ভুল করছি। আল্লাহ আমার মাঝে হেদায়েত দিচ্ছেন। এজন্যই হয়তো বুঝতে পারছি। ওই সময় সিদ্ধান্ত নিলাম, আমি হারাম সম্পর্ক বাদ দিব। কোনো কথা বলব না, দেখা করব না, পিক দেব না – কোনো কিছুই করব না। শুধু মনে মনে গোপনে ভালোবাসতে থাকব। আমি যে তাকে ভালোবাসি এটা নিজের কাছে রাখব। আমরা দুইজন মনের ভিতরে রাখব। যখন আমাদের অ্যাডমিশন শেষ হবে তখন বিয়ে করব ইনশাআল্লাহ। এখন আমি আল্লাহর কাছে চাই যে আমি যেন কোনোভাবে গোনাহে না জড়াই। আমি আল্লাহকে খুশি করার জন্য হারাম সম্পর্ক ছেড়ে দিচ্ছি। আমি আমার আবেগের বয়সে শয়তানের ধোঁকায় পড়ে এইগুলো করে ফেলেছি। তার জন্য আল্লাহর কাছে মাফ চেয়েছি। আমি এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে ওই ছেলের সাথে পবিত্র হালাল বন্ধনে আবদ্ধ করেন। তার মাঝে আমার কল্যাণ দান করুন। আল্লাহ যেন সম্মানের সাথে দুইটা পরিবারকে খুশি করে আমাদের বিয়ে করান। আমি চাই না আমাকে দ্বিতীয় কেউ স্পর্শ করুক। আমি নিজের কাছে লজ্জিত। এখন আমি কি তার মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য, তার সম্মান বৃদ্ধির জন্য, ভালো রেজাল্ট করার জন্য ও তাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য দোয়া করতে পারি? আমার স্বপ্ন যেমন ছেলে বিয়ে করা – সেই জিনিসগুলো যেন আল্লাহ তার মাঝে দান করেন – এইভাবে কি দোয়া করা যাবে? এটা কি জায়েয আছে? ।