ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হল, নেসাব পরিমাণ মালে চন্দ্রবর্ষ হিসেবে পুরোপুরি এক বৎসর অতিবাহিত হওয়ার। সুতরাং আপনি যদি গত বছর ২১ রমজান যাকাত দিয়ে থাকেন। এই বছর ২০ রমজান পর্যন্ত আপনার নিকট নেসাব পরিমাণ মাল থাকে, তবে ২১ রমজান আপনার নিকট নেসাব পরিমাণ সম্পদ না থাকে, বরং কিছুটা কমে যায়, তাহলে এই বছর আপনার উপর যাকাত ফরজ হবে না।
(২) যাকাত ফরজ হওয়ার তারিখ ২১ রমজান। কিন্তু যাকাত বন্টনে ২-১ দিন যদি দেরি হয়, তাহলে গোনাহ হবে না।
الفتاوى الهندية (1/ 175)ط دار الفکر:
"(ومنها حولان الحول على المال) العبرة في الزكاة للحول القمري كذا في القنية، وإذا كان النصاب كاملًا في طرفي الحول فنقصانه فيما بين ذلك لايسقط الزكاة كذا في الهداية. ولو استبدل مال التجارة أو النقدين بجنسها أو بغير جنسها لا ينقطع حكم الحول، ولو استبدل السائمة بجنسها أو بغير جنسها ينقطع حكم الحول كذا في محيط السرخسي.
ومن كان له نصاب فاستفاد في أثناء الحول مالا من جنسه ضمه إلى ماله وزكاه المستفاد من نمائه أولا وبأي وجه استفاد ضمه سواء كان بميراث أو هبة أو غير ذلك.
وشرط کمال النصاب فی طرفي الحول فی الابتداء للانعقاد وفی الانتہاء للوجوب فلا یضر نقصانہ بینہا۔ (در مختار / باب زکاۃ المال ۳؍۲۳۳ زکریا، کذا في الفتاویٰ التاتارخانیۃ ۳؍۱۸۱ زکریا)
صورت مسئولہ میں اگر ۲/ رمضان کو وہ صاحب نصاب نہیں تھا، تو شرعاً اس پر اس سال کی زکات واجب نہیں ہوگی اگرچہ ۳/ رمضان کو اس کے پاس نصاب سے زائد مال آگیا ہو، اب اس کی زکات کے حساب کی تاریخ ۳/ رمضان ہوگی اور آئندہ سال ۳/ رمضان کو اگر وہ صاحب نصاب ہے گا تو اس پر زکات فرض ہوگی۔
جواب نمبر: 60242
دارالافتاء،
دارالعلوم دیوبند
(২) হ্যা, আপনি অগ্রিম যাকাত দিতে পারবেন। পরবর্তী রমজানে সমন্বয় করে নিবেন।
পশুর ক্রয়ের সময় ক্রয় বিক্রয়ের নিয়ত থাকলে সেটা ব্যবসায়িক পণ্য হিসেবে বিবেচিত হবে।
(৩) পশু পাইকারকে পশুর সংখ্যা হিসেবে যাকাত দিতে হবে।
পশুর যাকাত দুই প্রকার (১) পশুর সংখ্যা হিসেবে পশু দ্বারা আদায় করা, (২) ব্যবসায়িক হিসেবে আদায় করা।
প্রকার প্রকারের যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত
(১)
যে পশু বৎসরের অধিকাংশ সময়, মাঠে নিজে নিজে চড়ে খাবে, সেই পশুর উপর যাকাত ওয়াজিব হবে।
(২) দুধ বা বংশ বৃদ্ধি উদ্দেশ্য থাকতে হবে। গোশত উদ্দেশ্য হলে ব্যবসায়িক পণ্য হিসেবে বিবেচিত হবে।
(৩) সুস্থ সবল হতে হবে।
(৪) সব কটি বাচ্চা হতে পারবে না। বরং দুয়েকটি বড় হতে হবে।
(قوله: سائمة) نعت لثلاثون فهو مرفوع ويجوز النصب على التمييز ح فلو علوفة فلا زكاة فيها إلا إذا كانت للتجارة فلا يعتبر فيها العدد بل القيمة."(كتاب الزكاة، باب زكاة البقر، ج:2، ص:280، ط: دار الفكر)
(৪) লাভের জন্য পশু লালন পালন করলে ব্যবসায়িক পণ্য হিসেবে বিবেচিত হবে।
(৫) পশুর সংখ্যা হিসেবে যাকাত হলে (কয়েক বছর পর কিংবা যেকোনো সময় ) পশু বিক্রির পর সেই টাকাতে পরবর্তী বৎসর যাকাত আসবে যদি তা অবশিষ্ট থাকে। তবে এই বৎসর আসবে না।
(৬) পশুর খামারে ব্যবসায়িক যাকাত আসবে।