আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
85 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (10 points)
আসসালামু আলাইকুম
আমার নিসাব পরিমাণ সম্পদের এক বছর পূর্ণ হওয়ার পূর্বেই যেকোনো সময় আমি যদি যাকাত প্রদানযোগ্য খাতে অগ্রিম কিছু করে টাকা দিয়ে রাখি এই নিয়তে যে যখন আমার যাকাত দেয়ার বছর পূর্ণ হবে তখন সেখান থেকে প্রযোজ্য যাকাতের অংক কেটে নেয়া হবে ! এভাবে চিন্তা করে অগ্রিম এবং কাল্পনিক যাকাত ফান্ড তৈরি করে টাকা গুলো যাকাত প্রদানযোগ্য খাতে দিয়ে রাখা যাবে কি ?
 দয়া করে বিষয়টি জানাবেন ৷

1 Answer

0 votes
by (696,320 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকাতের নিসাব পরিমাণ সম্পদের এক বছর পূর্ণ হওয়ার পূর্বেই আপনি যাকাত প্রদানযোগ্য খাতে অগ্রিম কিছু কিছু করে টাকা দিয়ে রাখতে পারবেন। এই নিয়তে যে যখন আমার যাকাত দেয়ার বছর পূর্ণ হবে তখন সেখান থেকে প্রযোজ্য যাকাতের অংক কেটে নেয়া হবে। এভাবে চিন্তা করে অগ্রিম এবং কাল্পনিক যাকাত ফান্ড তৈরি করে টাকা গুলো যাকাত প্রদানযোগ্য খাতে দিয়ে রাখা যাবে। এমনকি যাকাতের বৎসর পূর্ণ হওয়ার পূর্বে যাকাত গ্রহণের উপযোক্ত ব্যক্তির কাছেও যাকাত দেয়া যাবে। তবে শর্ত হল,দেয়ার পূর্বে বা দেয়ার সময় যাকাতের নিয়ত থাকতে হবে।
"(ولو عجل ذو نصاب) زكاته (لسنين أو لنصب صح)؛ لوجود السبب.
(قوله: ولو عجل ذو نصاب) قيد بكونه ذا نصاب؛ لأنه لو ملك أقل منه فعجل خمسة عن مائتين، ثم تم الحول على مائتين لايجوز". (293/2 ط: سعید


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...