আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
64 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আমরা দেশের বাইরে একটা রিমোট এরিয়ায় আছি, এখানে ঈদের নামাজের বেবস্থা নেই। হাতে গোনা কয়েকজন মুসলিম আমরা। আমরা চাচ্ছি একটা ঈদের নামাজের বেবস্থা করতে।সেক্ষেত্রে ঈদের খুতবা পড়া যেহেতু সুন্নত তাই আমাকেই সেই কাজ করতে হবে। এখন খুতবা সর্বনিম্ন কতটুকু পড়লেই হয়ে যাবে এটা জানার খুব দরকার আর ছোট্ট একটা খুতবা দরকার।আমি এক জায়গা থেকে একটা কালেক্ট করেছি এটা তাহক্বীক করাও দরকার। উক্ত খুতবা নিমরূপ:

প্রথম খুতবা।


اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ.


اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا.


الحمد لله الذي بنعمته تتم الصالحات، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا.


أما بعد، فاتقوا الله عباد الله، وأوصيكم ونفسي المقصرة بتقوى الله وطاعته، فإنها وصية الله للأولين والآخرين، قال الله تعالى: (وَلَقَدْ وَصَّيْنَا ٱلَّذِينَ أُوتُوا ٱلْكِتَٰبَ مِن قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ ٱتَّقُوا ٱللَّهَ).


إخوة الإسلام، هذا يوم عيد، يوم فرح وسرور، يوم يغفر الله فيه لعباده الصائمين القائمين، ويجازيهم خير الجزاء.


بارك الله لي ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم، وتقبل مني ومنكم تلاوته، إنه هو السميع العليم.


দ্বিতীয় খুতবা

الحمد لله حمدًا طيبًا مباركًا فيه، كما يحب ربنا ويرضى.


اللهم صل وسلم وبارك على نبينا محمد، وعلى آله وأصحابه أجمعين.


اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداء الدين، وانصر المستضعفين في كل مكان.


اللهم انصر إخواننا في فلسطين، وكن معهم، وفرج عنهم، وارفع عنهم الظلم والقهر.


اللهم اجعل لنا مسجدًا في هذا المكان، واجعله بيتًا من بيوت الله، واجعله مصدرًا للهداية والخير.


اللهم اجعل هذا البلد آمنًا، وسائر بلاد المسلمين، ووفقنا لما تحب وترضى.

এই খুতবা পরলে হবে কিনা দয়াকরে জানবেন।

জাযাকাল্লাহ।

1 Answer

0 votes
by (640,500 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঈদের নামাযের প্রথম খুতবার শুরুতে নয়বার ও দ্বিতীয় খুতবার শুরুতে সাতবার ধারাবাহিকভাবে‘আল্লাহু আকবার’ বলা মুস্তাহাব। এটি বিশিষ্ট তাবেয়ী হযরত উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবাহ ইবনে মাসউদ রাহ. থেকে বর্ণিত আছে। 

দ্বিতীয় খতবায় সাত বার তাকবীর বলার পর নিম্নোক্ত বাক্যমালা সংযোজন করে নিবেন।তাহলে মোটামুটি  ঈদের খুতবাহ হয়ে যাবে।

ﺇﻥ ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﻧﺤﻤﺪﻩ ﻭﻧﺴﺘﻌﻴﻨﻪ ﻭﻧﺴﺘﻐﻔﺮﻩ ﻭﻧﺆﻣﻦ ﺑﻪ ﻭﻧﺘﻮﻛﻞ ﻋﻠﻴﻪ، ﻭﻧﻌﻮﺫ ﺑﺎﻟﻠﻪ ﻣﻦ ﺷﺮﻭﺭ ﺃﻧﻔﺴﻨﺎ ﻭﻣﻦ ﺳﻴﺌﺎﺕ ﺃﻋﻤﺎﻟﻨﺎ، ﻣﻦ ﻳﻬﺪﻩ ﺍﻟﻠﻪ ﻓﻼ ﻣﻀﻞ ﻟﻪ، ﻭﻣﻦ ﻳﻀﻠﻞ ﻓﻼ ﻫﺎﺩﻱ ﻟﻪ، ﻭنشهد ﺃﻥ ﻻ ﺇﻟﻪ ﺇﻻ ﺍﻟﻠﻪ ﻭﺣﺪﻩ ﻻ ﺷﺮﻳﻚ ﻟﻪ ﻭنشهد  ﺃﻥ ﻣﺤﻤﺪﺍً ﻋﺒﺪﻩ ﻭﺭﺳﻮﻟﻪ .

وصَلُّوا- رَحِمَكُم اللهُ - على عبدِه ورسولِه محمدٍ ﷺكما أمركم بذلك ربُّكُم، 

 فقال تعالى: قولاً كريمًا :(إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا) [الأحزاب:56]. اللَّهُمَّ صلِّ وسلِّمْ وبارِكْ علي محمدٍﷺ علي آلِهِ وأصحابِهِ وأزواجِهِ و أهلِ بيتِهِ ،
ٍ، وارضَ اللَّهُمَّ عن خُلفائِه الراشدين أبي بكرٍ، وعمرَ، وعثمانَ، وعليٍّ، وعَن سائرِ أصحابِ نبيِّك أجمعين، وعن التابِعين، وتابِعيهم بإحسانٍ إلى يومِ الدين، وعنَّا معهم بعفوِك، وكرمِك، وجودِك، وإحسانك، يا أرحمَ الراحمين.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (8 points)
উক্ত বাক্য গুলা ছাড়া কি ঈদের খুতবা হবে না?
by (640,500 points)
জ্বী, আলহামদুলিল্লাহ বললেই খুতবাহ হয়ে যায়।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 34 views
...