আসসালা-মু 'আলাইকুম, সম্মানিত উস্তাদ।
জানতে চাই,
১) চুল বাবরী রাখার ক্ষেত্রে বিস্তারিত বিধান কী? এক্ষেত্রে দাড়ি বা দাড়ির পরিমাণ নিয়ে কোনো শর্ত আছে কিনা? আমি যদ্দূর জানি, ঠিকঠাক মতো দাড়ি হবার আগে বাবরী রাখা অনুচিত বা নিষেধ- এমন কোনো একটা বিষয় আছে।
২) আমার বন্ধু, বয়স ১৮/২০, দাড়ি নতুন হচ্ছে, দেড়/দুই বা আড়াই সেমি মতো হয়েছে, একই সাথে বাবরী রাখার জন্য চুল বড় করছে। এখন সে কি চুল কেটে রাখবে, পরবর্তীতে বাড়াবে? নাকি দাড়ি-চুল একসাথে বড় করতে পারবে? এক্ষেত্রে পয়েন্ট ১ - এর মাসায়িল এর সাথে সাংঘর্ষিক হবে কিনা?
বিস্তারিত আহকাম জানালে উপকৃত হবো, জাযাকাল্ল-হু খইরন।