সম্মানিত হযরত, এর আগে আইফাতওয়া থেকে আমি বেশ কিছু উত্তর পেয়েছি৷ যেমন কোনো বিষয় চিন্তা করলে তখন যদি কোনো কুরআনের আয়াত দেখতে বা শুনতে পাই, তাহলে সেটি আল্লাহর উত্তর নয় এবং কোন ডিসিশন নিয়ে তারপর কুরআন এর যেকোনো আয়াতে চোখ রেখে সেটাকেই আল্লাহর উত্তর মনে করা এরকম ধরণের বিশ্বাস করা জায়েজ নেই। আমার আরেকটু বিস্তারিত জানার আছে শাইখ। সেটা হলো আমি একটা ছেলেকে পছন্দ করতাম বেদ্বীন অবস্থায়, এখনো ভুলতে পারিনি৷হয়তো আমি ভুলতে চাইনি কারণ আমার মন খুব চায় তার সাথে কল্যাণকর অবস্থায় আমার বিবাহ হোক, যেটা আপাত দৃষ্টিতে অসম্ভব৷ এখন হযরত, যখন ই তাকে বিয়ে করার কথা চিন্তা করি তখন ই হয় এমন কোনো কুরআনের আয়াত বা হাদিস চোখে পড়ে যাতে বলা হয়েছে যে এতে তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে বা কাফির হয়ে যাবে৷বা এমন কোনো লেকচার সামনে পড়ে যাতে আলোচনা হয় যে এতে ঈমানহীন মৃত্যু হবে এরকম টাইপ বা এটি মুমিনদের জন্য হারাম করার হয়েছে এমন কোনো আয়াত৷ আবার যখন তাকে বিয়ে না করার চিন্তা করি তখন জান্নাত সংক্রান্ত বা আল্লাহর পুরষ্কার সংক্রান্ত কোন আয়াত বা হাদিস সামনে আসে৷ এতে করে আমার মনে কিছু প্রশ্ন উদয় হয়েছে।
১. সম্মানিত শাইখ, আল্লাহ পাক কি এভাবে আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছেন যে, ওই ছেলেকে বিয়ের বাসনা অন্তরে থাকলে আমি কাফির হয়ে মারা যেতে পারি এরকম কিছু? এ ব্যাপারে আমার আকিদা কি হবে হযরত?
২. আমি যদি ওই ছেলেকে পাওয়ার জন্য দোয়া নাও করি, তবুও অন্তরে যদি ছেলেটার সাথে বিয়ে হওয়ার আকাংখা থেকে যায় সারাজীবন, তাহলে কি আমার ঈমানহীন হয়ে মৃত্যুর কোন আশংকা আছে কিনা হযরত? আমি খুবই ভয়ে আছি৷
৩. এইযে বারবার এরকম নেগেটিভ রিমাইন্ডার চোখে পড়ে বারবার, এটার পরও কি ছেলেটাকে কল্যাণকরভাবে পাওয়ার দোয়া করা আর করা যাবে কিনা? হযরত এটা কি ব্যভিচার কিনা? কারণ আমি যখন বেদ্বীন ছিলাম তখন তার জন্য অসম্ভব পাগলামি করতাম, যেগুলো নাজায়েজ ছিলো। হয়তো শিরকও থাকতে পারে কোনো কাজ৷ আমার মনে নেই তেমন৷
৪. আমি ওই ছেলেকে যদি কোনোদিন ই ভুলতে না পারি মন থেকে তাহলে কি আমি ভবিষ্যৎে কাফির হয়ে মারা যাবো, আল্লাহ পাক কি এটাই বোঝাতে চান আমাকে? আল্লাহ কি আমাকে এতোটাই কঠিন পাকড়াও করবেন হযরত? আমি খুব খুব খুব ভয়ে দিন পার করছি৷ আমি কাফির হতে চাইনা আবার ছেলেটাকেও বিয়ে করার খুব ইচ্ছে হয়৷ এই দুশ্চিন্তায় আমি অর্ধেক পাগল বর্তমানে৷ আমার হালত এখন বর্ণনাতীত৷ কতোরাত যে ভয়ে ঘুম হয়না একদম। বারবার শুধু মনে হয় আমি কাফির হয়ে মারা যাবো কিনা, ভয়ে ঘুম নাই৷
৫. হযরত, আমাকে আগের ফাতওয়ায় বলা হয়েছিলো একটা হাদিস যে, নেকির ব্যাপারে নিজের অন্তরের নিকট ফাতওয়া জিজ্ঞেস করো। তো আমি হচ্ছি হযরত প্রচন্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার এর রোগী৷ নিজের অন্তরের কোনো কিছু আমি শিওরলি বিশ্বাস করতে পারিনা। আমি প্রচন্ড মানসিক চাপে ভুগছি৷ আপনারা আমাকে দয়া করে পথ দেখান ফাতওয়া দিয়ে, নাহলে আমি কোনদিন পাগল হয়ে যাবো জানা নেই৷
৬৷ হযরত আমি কাফির হয়ে মারা যাবো এই দুশ্চিন্তা টা আমি কিভাবে বাদ দিবো? আমি কাফির হতে চাইনা। যদি ওই ছেলেকে নাও ভুলতে পারি, সারাজীবন ব্যভিচারের গুনাহ হয়েও যায় তবুও আমি কাফির হয়ে মরতে চাইনা, যেহেতু আলিমগণ বলে থাকেন ব্যভিচারীদের বেশিরভাগ সময় ঈমানহীন মৃত্যু হয় তাই আমি অত্যাধিক ভীত এবং পরিশ্রান্ত৷ ওই ছেলের আইডি একদিন আমি দেখতে গিয়ে আমার মোবাইল নিচে পড়ে নষ্ট হয়ে যায়৷ এটা যদিও গুনাহর কাজ পরপুরুষ এর আইডি দেখা। আর দেখিনা এখন সেভাবে৷ তবে তার কথা খুবই মনে পড়ে৷ তাকে ছাড়া সারাদিন খুব একা লাগে, প্রবল কষ্ট হয়, বেঁচে থাকা কষ্টকর লাগে, জান্নাতেও তাকে পাবোনা ভেবে খুব হতাশ লাগে৷ এগুলো কি সেই ব্যভিচার হযরত? যার কারণে ঈমানহীন মৃত্যু হয়।
দয়া করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আমার অশান্ত আর ভীত অন্তরটাকে একটা পথ দেখাবেন। আমি কাফির হয়ে মরতে চাইনা, আমার জন্য দোয়া করবেন