ওয়া ‘আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহু।
বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/59301/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
□ স্বামীর জন্য জরুরি হলো স্ত্রীর অধিকার রক্ষা
করা, তার সাথে সদব্যবহার করা।
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
ألا
واستوصوا بالنساء خيرا، فإنما هن عوان عندكم ليس تملكون منهن شيئا غير ذلك
শোন হে! তোমরা আমার পক্ষ হতে নারীদের প্রতি সদাচরণের উপদেশ গ্রহণ
কর। তারা তো তোমাদের কাছে আটকে আছে। তোমরা তাদের কাছ থেকে এছাড়া আর কিছুর অধিকার রাখো
না। (জামে তিরমিযী, হাদীস: ১০৮৩
,
হাদীস শরীফে এসেছে-
عَنْ
أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ كَانَتْ
لَهُ امْرَأَتَانِ فَمَالَ إِلَى إِحْدَاهُمَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ
وَشِقُّهُ مَائِلٌ " .
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি
ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি দুই’জন স্ত্রী থাকা অবস্থায় তাদের
একজনের প্রতি ঝুঁকে পড়ল, ক্বিয়ামাতের দিন সে পঙ্গু অবস্থায় উপস্থিত
হবে। হাদিসের মানঃ সহিহ হাদিস
আরো বিস্তারিত জানুন- https://ifatwa.info/55107/
,
□ তাওবা ও ইস্তিগফার মুমিন জীবনের সার্বক্ষণিক
ওযীফা।
আল্লাহ তাআলা তো বলেছেন,
قُلْ
يَاعِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ
اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ
الرَّحِيمُ
বলুন, হে আমার বান্দাগণ
যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ
সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”। (সূরা যুমার-
৫৩)
,
হাদীসে এসেছে, রাসূলে
কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে সত্তর থেকে এক শতবার তাওবা-ইস্তিগফার করতেন।
(সহীহ বুখারী, হাদীস: ৬৩০৭; সহীহ মুসলিম,
হাদীস: ২৭০২)
,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করে-
التائب
من الذنب كمن لا ذنب له
অর্থঃ গুনাহ থেকে তাওবাকারী ঐ ব্যক্তির ন্যায় যার কোন গোনাহ
নেই। –সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৪২৫০
,
খাঁটিভাবে তাওবা করলে আল্লাহ্ তাআলা অতীতের ছোট বড় সমস্ত গোনাহ
মাফ করে দেন। তবে বান্দার কোন হক নষ্ট করে থাকলে তাওবার পাশাপাশি তাকে তার হক তাকে
বুঝিয়ে দেওয়া বা মাফ চেয়ে নেওয়া জরুরী।
তওবার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/5905/
,
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
,
প্রশ্নোক্ত ক্ষেত্রে শরীয়ত সম্মত বিয়ে করে থাকলে বিয়ে সহীহ
হয়ে যাবে। কারণ, সমতা ও ইনসাফ করার শর্তে একজন পুরুষ একসাথে
চারজন স্ত্রী রাখতে পারেন। তবে অবশ্যই সবার মাঝে সমতা ও ইনসাফ করতে
হবে। অন্যথায় গোনাহ হবে। তবে এভাবে লুকিয়ে বিয়ে করা যুক্তি সঙ্গত নয়। বরং উভয়
পরিবারের অভিভাককে বিষয়টি জানানো। তবে অবশ্যই এখন দুই স্ত্রীর মাঝে সমতা ও ইনসাফ করতে হবে। অন্যথায় গোনাহ হবে।