আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
38 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম।
আমার বড় ভাইকে আমার বাবা বিদেশে নিয়েছে ৪ লক্ষ টাকা খরচ করে। তার পর ড্রাভিং লাইসেন্স, গাড়ি ক্রয় এবং একটি ব্যবসায়িক লাইসেন্স করে দিয়েছে। সবকিছু মিলিয়ে বাবার ভাষ্যমতে ২৫ লাখ টাকার বেশি হবে।
যেহেতু আমার বাবা নিজে ইনকাম করতো তাই তিনি তার আয় দিয়েই চলতেন। কিন্তু যখন আমার বাবার আয় বন্ধ হয়ে যায় তখন আমার ভাইয়ের যথেষ্ট সামর্থ্য থাকার পরও দেখাশুনা না করায় বাবা কিছুটা অসহায় হয়ে পড়ে।
তার কিছুদিন পর আল্লাহর রহমতে আমার আয়ের ব্যবস্থা হয়। তার পর থেকে প্রায় ১.৫ বছর আমিই আমার বাবাকে দেখাশোনা করছি।

এখন বাবার মতে যেহেতু ভাইকে ২৫ লাখ টাকার বেশি  দিয়েছে,আর আমাকে কিছুই দিতে পারে নি,তাই বাবার ২ টি জমি ছিলো, ২ টি জমির এ দাম প্রায় ২২-২৫ লখ টাকার ভিতর হবে।
বাবা এখন ২ টি জমি আমার নামে লিখে দিয়েছে।  ভাইকে ২৫ লাখ টাকা দিয়েছে তার বিনিময়ে ( যেহেতু আমাকে দেয় নি) তার বিনিময়ে একটি জমি।

বাকি জমির অর্ধেক তাহলে ভাই পায়। যেহেতু ভাই বাবার দেখাশোনা করছে না এবং বিদেশে ব্যবসায়ীক লাইসেন্সটি বাবা ভাইয়ের নামে করে বাবা নিজেকে ইনভেস্টর রেখেছে। সেখানে আমার ভাই একবছরে প্রায় ৭০ লাখ টাকার মত আয় করে বাবাকে এক টাকাও দেয় নাই। কিন্তু বাবা অই লাইসেন্স নিজের টাকায় করেছে এবং এই আয় থেকে বাবার এবং বাবার সন্তান হিসেবে আমারও পাওনা ছিলো।

এই সবাই মিলিয়ে বাবার কাছে আমকে ২ টি জমিই লিখে দেওয়া যুক্তিযুক্ত। আমি শত চেষ্টা করেও বাবাকে বুঝাতে পারি নি। বাবাকে বলেছি আমার লস হয়ে গেলেও ভাইকে সমান করে দিয়ে দিতে।
কিন্তু বাবার কথা হলো, তার পরও উনি আমাকে কম দিয়েছেন।

ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু জায়েজ। অথবা এক্ষেত্রে কি করনীয়।
অগ্রিম ধন্যবাদ।
আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। আমীন।

1 Answer

0 votes
by (616,950 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নু‘মান ইবনু বশীর (রাঃ) সূত্রে বর্ণিত।
عَنْ حَاجِبِ بْنِ الْمُفَضَّلِ بْنِ الْمُهَلَّبِ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اعْدِلُوا بَيْنَ أَوْلَادِكُمُ اعْدِلُوا بَيْنَ أَبْنَائِكُمْ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের সন্তানদের সাথে সমান আচরণ করো; তোমাদের সন্তানদের সাথে ইনসাফ করো।(আবু-দাউদ-৩৫৪৪)

সম্পদের বন্টন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মৃত্যু পরবর্তী সম্পদকে  আল্লাহ তা'আলা নিজেই বন্টন করে দিয়েছেন।তাই কারো মৃত্যুর পর আল্লাহ তা'আলা প্রদত্ত বিধি-বিধানের আলোকেই তার সম্পদ বন্টন করতে হবে।এক্ষেত্রে কোনো ওয়ারিছকে তার নির্ধারিত অংশ ব্যতীত অতিরিক্ত কিছু দেয়া যাবে না বা তার ওসিয়ত করা যাবে না। জায়েয হবে না।তবে বাকী সমস্ত ওয়ারিছদের সম্মতিতে কোনো এক ওয়ারিছকে সমস্ত সম্পত্তি বা তার নির্ধারিত অংশের চেয়ে বেশী দেয়া যাবে। মৃত্যুর সময় এক তৃতীয়াংশ সম্পত্তিকে ওয়ারিছ ব্যতীত অন্য যে কারো জন্য ওসিয়ত করা জায়েয আছে। তবে মৃত্যুর পূর্বে কোনো ব্যাক্তি তার পূর্ণ বা আংশিক সম্পদকে যে কাউকে দিতে পারবে। মাতাপিতার জন্য ওয়াজিব যে তারা সকল সন্তানের প্রতি সমতা বজায় রাখবে। যেহেতু বাবা আপনার ভাইকে প্রায় ২৫ লক্ষ টাকা দিয়েছেন, তাই এখন যদি আপনার বাবা  সেই জমি আপনাকে দেন,  তাহলে এতেকরে আপনার বাবার কোনো গোনাহ হবে না। এবং আপনারো কোনে গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 354 views
...