আসসালামু আলাইকুম।
আমার একটি জরুরি প্রশ্ন ছিল।আমার মামা আমার নানুর সামনে আম্মুকে টাকা দিয়েছিল নানুর একপাতা ওষুধ এবং একটি ব্যাগ কিনে দেওয়ার জন্য।ঐদিন আমাদের বাসায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবে,তার মেহমানদারি করার জন্য আম্মু টাকাটা খরচ করে ফেলে যেহেতু আম্মুর টাকা ছিল না।আম্মু পরবর্তীতে আব্বু টাকা দিলে ওষুধ এবং ব্যাগ কিনে দিবে।আমি জানি আম্মু অবশ্যই কিনে দিবে।
১/আম্মু টাকা দিয়ে যে খাবার কিনেছিল তা কি খাওয়া জায়েজ ছিল?
২/আমি যতটুকু জানি ব্যাগ ও ওষুধ কিনে দেওয়ার পরও কিছু টাকা অবশিষ্ট থাকবে।ঐ টাকাটা যদি আম্মু নানুকে না দেয়,তাহলে আমরা যা খাব,তা কি হারাম হয়ে যাবে।সাধারণত নানু টাকাটা খুজবে না।নানু অনেক বৃদ্ব।আর নানু টাকা অপ্রয়োজনে মানুষকে দিয়ে দেয়,তাই মামা আম্মুকে দিয়েছিল।
জাযাকাল্লাহ খাইরান।